ওসমানীনগরে তাজপুর ইউনিয়নে উন্মক্ত বাজেট ঘোষণা

ওসমানীনগর প্রতিনিধি ,,

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ২০২৪-২০২৫ সালের উন্মক্ত বাজেট সভা অনষ্ঠিত হয়েছে।
 

সোমবার বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভায় ১কোটি ৫৮লাখ ২৪হাজার ৮৫০টাকার  বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক।
 

 

 

বাজেটে শিক্ষা, কৃষি ও সেচ, যোগাযোগ ব্যবস্থা, স্যনিটশেন, দূর্যোগ ও ত্রাণ, অবকাঠামো উন্নয়ন দারিদ্র হ্রাসকরণ ও সামাজিক নিরাপত্তায় গুরুত্ব দেয়া হয়েছে। ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়েছেন সভায় উপস্থিত এলাকার জনসাধারণ,জনপ্রতিনিধি স্থানীয় সুশিল সমাজের নেতৃবৃন্দরা।
 

বাজেট ঘোষণার পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক।
 

ইউনিয়নের উদ্যোক্তা আবুল কালামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা তালুকদার মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা জহুর আহমদ, ফারুক জাহাঙ্গীর, শিক্ষক বিজয় প্রসাদ দাস, আব্দুল সালাম রেজন, মোশাহিদ আলী, আলাউদ্দিন মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হৃদয় চন্দ্র, সৌরভ পাল, ইউপি সদস্য তুরন মিয়া, তোফায়েল আহমদ লাল, জাহিদুর রহমান মিনার, আবুল কালাম, খালেদ আহমদ খুকু, কবির আহমদ, শিল্পী বেগম, আম্বিয়া বেগম, রুমানা বেগম প্রমুখ।
 

 

এসময় বক্তারা  বলেন, ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখা ও জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রচেষ্ঠায় ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। এলাকার আত্মসামাজিক উন্নযনের পাশাপাশি দারিদ্র বিমোচন ও কর আদায়ের মাধ্যমে ওসমানীনগরের অবহেলিত তাজপুর ইউনিয়ন এখন রূপ নিয়েছে মডেল ইউনিয়নে। ইউপি সদস্যদের সম্বনয়ের মাধ্যমে ইউনিয়ন চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক ইউনিয়নের অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছেন।
 

এসময় বাজেট অনুসারে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা জনসাধারণের উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পাশাপাশি সুশিল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিতি ছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন