অবৈধ মাদক রাখার অভিযোগে আমেরিকান র‌্যাপার ওয়েজ খলিফাকে গ্রেপ্তার

অবৈধ মাদক সঙ্গে রাখার অভিযোগে আমেরিকান র‌্যাপার ওয়েজ খলিফাকে গেপ্তার করেছে রোমানিয়ান পুলিশ। স্থানীয় সময় রবিবার গান গাওয়ার মঞ্চে অবস্থানকালে গাঁজা সেবনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছে ১৮ গ্রামের বেশি গাঁজা পাওয়া যায়। আদালত প্রসিকিউটরদের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

 

গ্রেপ্তারের সময় ওয়েজ খলিফা কৃষ্ণ সাগরের তীরবর্তী একটি গ্রামে আয়োজিত উৎসবে সংগীত পরিবেশন করছিলেন।

রোমানিয়ার সংগঠিত অপরাধবিরোধী প্রসিকিউটররা এক বিবৃতিতে জানিয়েছেন, কস্টিনেস্টি গ্রামে সংগীত পরিবেশনের সময় অভিযুক্ত ব্যক্তির কাছে ১৮ গ্রামের বেশি গাঁজা ছিল। এ সময় তিনি হাতে তৈরি সিগারেটের আকারে সেটি সেবন করেছেন বলে জানা গেছে৷ প্রসিকিউটররা জানিয়েছেন যে আলোচিত শিল্পীর বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে খলিফাকে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যাচ্ছেন একদল পুলিশ।

 

এদিকে এক্সে এক পোস্টে খলিফা জানিয়েছেন, তাকে গ্রেপ্তারের সময় পুলিশ ‘ভক্তিপূর্ণ’ আচরণ করেছে। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে৷ 

খলিফা বলেন, ‘গতরাতের শো চমৎকার ছিল। রোমানিয়ার প্রতি কোনো অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে আমি মঞ্চে গাঁজা সেবন করিনি।’

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪টি অঙ্গরাজ্যে মনোরঞ্জনের উদ্দেশ্যে গাঁজা সেবন বৈধ।

এছাড়া ১৪টি অঙ্গরাজ্যে চিকিৎসার প্রয়োজনে গাঁজা সেবন বৈধ। খলিফা তার ব়্যাপের মধ্যে প্রায়ই গাঁজার কথা উল্লেখ করেন।

 

রোমানিয়াতে গাঁজা ‘ঝুঁকিপূর্ণ মাদক’ হিসেবে পরিচিত। এই মাদক কারো কাছে পাওয়া গেলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে

।জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন