কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীরা আন্দোলন করছেনে। এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় আহত হয়েছেন আন্দোলনকারী বহু শিক্ষার্থী। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে।
হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে কথা বলছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এবার এ ঘটনা নিয়ে কথা বললেন জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার তাওহীদ হৃদয়ও।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাওহীদ হৃদয় লেখেন, ‘সব কিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি…. আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক।’
তাওহীদ হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র।
বর্তমানে তিনি লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। এলপিএলে তিনি ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলছেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন