পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে, মৃত ২৫

gbn

উত্তর পেরুর পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে গিয়ে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এই খবর জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে বলেছেন, ঘটনাটি রবিবার গভীর রাতে কাজামার্কার আন্দিয়ান অঞ্চলের একটি পাহাড়ি রাস্তায় ঘটে।

রাস্তাটির বিভিন্ন অংশে গর্ত ছোট-বড় ছিল এবং বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীরে পড়ে গিয়েছিল। এ দুর্ঘটনায় প্রথমে মৃতের সংখ্যা ২৩ জন বললেও পড়ে তা ২৫ জনে সংশোধন করা হয়।

 

পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়ে যায় এবং যাত্রীদের কয়েকজন পানিতে ভেসে গেছে। উদ্ধারকর্মীরা ও দমকলকর্মীরা দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দেশটির সেলেনডিন পৌরসভা ৪৮ ঘণ্টা শোক ঘোষণা করেছে।

 

দ্রুতগতি, রাস্তার খারাপ অবস্থা, রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক নিয়মের দুর্বল প্রয়োগের কারণে পেরুর রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত বছরও দেশটিতে দুর্ঘটনায় তিন হাজার ১০০ জনেরও বেশি মৃত্যু ঘটেছে। বাসটি রাস্তায় চলাচলের উপযোগী ছিল কি না তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন