স্বামীকে তালাক দিলেন দুবাইয়ের রাজকন্যা

gbn

দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতোম তার স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতোমকে তালাক দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের এই ঘোষণা দিয়েছেন।

গত বছরের মে মাসেই মানার সঙ্গে মাহরার বিয়ে হয়েছিল। তাদের একটি কন্যাসন্তান আছে, যার বয়স এখনো দুই মাস পূর্ণ হয়নি।

মঙ্গলবার ইনস্টাগ্রামে তালাকের ঘোষণা দেন মাহরা। তিনি লিখেছেন, ‘প্রিয় স্বামী, আপনি যেহেতু অন্য সঙ্গীদের নিয়ে আছেন, সেহেতু আমি আমাদের বিচ্ছেদ ঘোষণা করলাম। আমি আপনাকে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম। নিজের যত্ন নেবেন।

আপনার সাবেক স্ত্রী।’

 

শেখা মাহরা দুবাইয়ের আমির এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতোমের মেয়ে। পেশাগত জীবনে তিনি গৃহসজ্জাবিষয়ক নকশাবিদ এবং নারী ক্ষমতায়ন বিষয়ক আন্দোলনের অগ্রসর কর্মী।

এদিকে দুবাইয়ের রাজকুমারীর বিবাহবিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

অনেকেই বলছেন, এই দম্পতি একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন এবং তাদের প্রফাইল থেকে একে অপরের সব ছবি মুছে দিয়েছেন। ওই দম্পতি একে অপরকে ব্লক করেছে বলেও ধারণা করা হচ্ছে। শাইখা মাহরার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন