নিরাপত্তাবার্তা পোস্ট করে ঢাকা ছাড়েন পিটার হাস

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য দূতাবাসের নিরাপত্তাবার্তা দিয়ে ঢাকা ছাড়েন রাষ্ট্রদূত পিটার হাস। গত মঙ্গলবার ভোরে ঢাকা ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে এক বার্তায় তিনি ঢাকা ছাড়ার কথা জানান।

পিটার হাস যখন ঢাকা ছাড়েন তখন বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি মোকাবেলায় কারফিউ চলছিল। যুক্তরাষ্ট্র দূতাবাস নিরাপত্তাবার্তায় আমেরিকানদের নিরাপদে থাকার আহবান জানিয়েছে।

পিটার হাস সেই নিরাপত্তাবার্তা পোস্ট করেন লিংকডইনে। 

 

রাষ্ট্রদূতরা দায়িত্ব শেষে দেশে ফেরার আগে প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করলেও ব্যতিক্রম ঘটেছে পিটার হাসের ক্ষেত্রে। লিংকডইনে তিনি লিখেছেন, ‘আমি আশা করিনি, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে আমার দায়িত্ব এভাবে শেষ হবে। আমি যুক্তরাষ্ট্রে ফিরেছি।

 

যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে শুরু করে আমার পরিবার, বন্ধু, সহকর্মী, বাংলাদেশের জনগণ এবং আরো উন্মুক্ত ও আরো সমৃদ্ধ বাংলাদেশি বিশ্বাসী সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।’

কয়েক মাস আগেই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক ডেভিড মিলিকে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে শুনানি এবং এরপর সিনেটে অনুমোদন সাপেক্ষে সেই মনোনয়ন চূড়ান্ত হতে পারে। এরপর ডেভিড মিলি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন