যে কারণে নজরুলের কবিতা পোস্ট করলেন মিথিলা

দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে এখন জনপ্রিয় হয়ে উঠছেন পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গেও। শোবিজের বাইরেও তার একাডেমিক ক্যারিয়ার নিয়ে রয়েছে বেশ সুপরিচিতি। তবে দেশের এই সময়ে খানিকটা খারাপ সময় পার করছেন এই অভিনেত্রী।

 কারণ দেশের শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন ও পরবর্তী কারফিউ জারির এই সময়টাতে অন্য সবার মতো মিথিলাও বেদনাহত। এ কারণে তার ফেসবুক প্রফাইলে ছবির পরিবর্ততে কালো করে রাখা হয়েছে।

 

জানা গেছে, ঢাকায় অবস্থান করছেন এই অভিনেত্রী। পরিবার ও মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন।

এক ফেসবুক স্ট্যাটাসে তা শেয়ার করে লেখেন, স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আব্বু সকাল সকাল আমার মেয়েকে বাংলা পড়াতে বসল। বাংলা পাঠ্য বই ‘আমার বই’-এর প্রথম কবিতাটাই হলো কাজী নজরুল ইসলাম এর ‘সংকল্প’ কবিতা। সেই ছোটবেলা থেকেই কবিতাটা আমার মুখস্থ।

তাই আমিও যোগ দিলাম কবিতাপাঠে।

 

 

এরপর কবিতার অংশ তুলে ধরে তিনি লিখলেন,

থাকবো নাকো বদ্ধ ঘরে

দেখবো এবার জগৎ টারে

কেমন করে ঘুরছে মানুষ

যুগান্তরের ঘূর্ণিপাকে

দেশ হতে দেশ দেশান্তরে

ছুটছে তারা কেমন করে।

কিসের নেশায় কেমন করে

মরছে যে বীর লাখে লাখে

কিসের আশায় করছে তারা

বরণ মরণ যন্ত্রণাকে।

 

এরপর থামলাম। আবার এই চার লাইন পড়লাম।

 

 

কিসের নেশায় কেমন করে

মরছে যে বীর লাখে লাখে

কিসের আশায় করছে তারা

বরণ মরণ যন্ত্রণাকে।

সব শেষে তিনি লিখলেন, চোখ ভিজে এলো। মাথা নত হলো।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন