ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মেয়েরা

নারী এশিয়া কাপের ট্রফিকে সম্পত্তিই বানিয়েছিল ভারত। এবারের টুর্নামেন্টের আগে ৮বারের মধ্যে ৭বারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। ২০১৮ সালে অন্য শিরোপাটি জিতেছিল বাংলাদেশের মেয়েরা।

ভারতের সেই রাজত্বে এবার হানা দিয়েছে শ্রীলঙ্কার মেয়েরা।

আজ ডাম্বুলায় টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। এর আগে ৫ বার ফাইনালে ওঠেও মলিন মুখ নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। কিন্তু এবার ঘরের মাঠের সমর্থকদের সামনে ট্রফি নিয়েই উদ্‌যাপন করেছে তারা। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে উঠে এবার খালি হাতে ফেরেনি চামিরা আতাপাত্তুর দল।

 

প্রথমবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন করার পথে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন আতাপাত্তু। ক্রিকেট দলীয় খেলা হলেও কখনো কখনো যে একাই টুর্নামেন্ট জেতানো যায় তার প্রকৃষ্ট উদাহরণ যেন শ্রীলঙ্কার অধিনায়ক। পুরো টুর্নামেন্টে স্বপ্নের মতো ব্যাটিং করেছেন তিনি। ৫ ম্যাচে ১০১.০৩ গড়ে ৩০৪ রান করেছেন।

স্ট্রাইকরেটও ছিল দেখার মতো, ১৪৬.৮৫। এক সেঞ্চুরির বিপরীতে ২ ফিফটি তার।

 

যার সবশেষ ফিফটিটি ভারতের বিপক্ষে আজকের ফাইনালে করেছেন আতাপাত্তু। ওপেনিংয়ে নেমে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। ১৪১.৮৬ স্ট্রাইকরেটে ৬১ রানের ইনিংসের সৌজণ্যেই তো ভারতের ১৬৬ রানের লক্ষ্য খুব সহজেই পেরিয়ে গেছে শ্রীলঙ্কা।

৯ চার ও ২ ছক্কার ইনিংসের ওপর ভর করে পরে দলকে জয় এনে দিয়েছেন হরশিতা সামারাবিক্রমা।

 

৬ চার ও ২ ছক্কায় ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৮ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় এনে দিয়েছেন সামারাবিক্রমা। তৃতীয় উইকেটের অপরাজিত ৭৩ রানের জুটিতে অবশ্য তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন কাভিশা দিলহারি। ১৮৭.৫৬ স্ট্রাইকরেটে ১ চার ও ২ ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন দিলহারি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৬৫ রান করে ভারতের মেয়েরা। ওপেনিংয়ে নেমে টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন স্মৃতি মান্ধানা। তার ৬০ রানের সঙ্গে জেমিমা রদ্রিগেজ (২৯) ও রিচা ঘোষের (৩০) পচিশোর্ধ্ব ইনিংসে লক্ষ্যটা দাঁড় করেছিল ভারত। তবে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে তা ধোপে টেকেনি। 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন