মৌলভীবাজার প্রতিনিধি:
কারফিউ প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা শাখা। গতকাল গণমাধ্যমে প্রেরিত এক প্রেসবার্তায় জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ দাবি জানান। দেশের চলমান পরিস্থিতিতে এবং ছাত্রজনতাসহ নানা শ্রেণিপেশার দুই শতাধিক মানুষের প্রাণহানিতে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে অবিলম্বে কারফিউ প্রত্যাহার করে জনজীবন স্বাভাবিক করার দাবি জানান নেতৃবৃন্দ। গণমাধ্যমে প্রেরিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ডা. আব্দুশ শহীদ সাগ্নিক ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস একযুক্ত বিবৃতিতে বলেন এক সপ্তাহের বেশি সময় ধরে সারাদেশে চলমান কারফিউর কারণে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নি¤œ আয়ের শ্রমজীবী জনগণের রুটি-রোজী হুমকির মুখে পড়েছে। চরম ক্ষতিগ্রস্থ ব্যবসা বাণিজ্য। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রবাসীদের পরিবারগুলো উদ্বেগ উৎকন্ঠায় পড়েছেন। দেশের ফিল্যান্সার ও পোশাক শিল্পসহ অনলাইন প্লাটফর্ম নির্ভর খাতগুলো চরম সংকটে পড়েছে। পণ্যপরিবহণ সমস্যার কারণে কৃষক তার উৎপাদিত ফলস বিক্রি করতে না পেরে নিঃসস্ব হয়ে পড়ছে। নিত্যপণ্যে লামাগহীন উর্দ্ধগতির মধ্যে কারফিউর অজুহাতে আরেক দফা মূল্য বেড়েছে। নেতৃবৃন্দ সরকারের একতরফা প্রচারণার সমালোচনা করে বলেন এক সপ্তাহের বেশি সময় অতিবাহিত হলেও সরকার নিহত ও আহতদের সঠিক তথ্য প্রকাশ করেনি। সরকার যেমন জনজগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তেমনি ছাত্রসহ সাধারণ জনগণকে হত্যাকারী পুলিশ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনছে না। নেতৃবৃন্দ অবিলম্বে কারফিউ প্রত্যাহার করে জনজীবন স্বাভাবিক করার দাবি জানান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন