মৌলভীবাজার হাওরের সরকারি বিলের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত 


মৌলভীবাজার প্রতিনিধি ||

মৌলভীবাজার  সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কমুদপুর গ্রামে হাওরের সরকারি বিলের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, রোববার সকালে কমুদপুর গ্রামের মনর মিয়া দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে বিলের পাশে অবস্থান করছিলেন । এসময় একই এলাকার লেবাস মিয়া তার দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে বিল দখলে যান। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় অন্তত ৩০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংখ্যা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 


উল্লেখ্য দীর্ঘদিন থেকে মনর মিয়া ও লেবাস মিয়ার মধ্যে বিলের দখল নিয়ে বিরোধ চলে আসছে। একাধিক মামলাও রয়েছে। এর আগে ২০১৬ সালে উক্ত বিল দখল নিয়ে সংঘর্ষ  হলে ২জন নিহত হন। 
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে.এম নজরুল জানান, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন