‘চিৎকার করে কান্না আসতেছে’ বললেন পরীমনি

মাসখানেক হলো চলছে কোটা সংস্কার নিয়ে আন্দোলন। এর মধ্যে এই ঘটনায় মারা গেছে নানা বয়সী দুই শতাধিক মানুষ। গ্রেপ্তার হয়েছে অসংখ্য। চলছে কারফিউ।

সাধারণ জনগণের পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ জায়গা থেকে করেছে প্রতিবাদও। তাদের মধ্যে সরব আছেন আলোচিত অভিনেত্রী পরীমনি। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু স্থিরচিত্র, ভিডিও দেখে রীতিমতো ক্ষোভ ঝাড়লেন তিনি।

 উগড়ে দিলেন তিনি।

 

বুধবার (৩১ জুলাই) নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যে ভিডিওর ক্যাপশনে নিজের ক্ষোভ জানিয়েছেন এই অভিনেত্রী।

২ মিনিট ২৮ সেকেন্ডের সেই ভিডিও শেয়ার করে ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘ছি ছি ছি।

থুথু এদের মুখের ওপর। শকুনের মতো চারপাশ থেকে কিভাবে একজন মহিলার ওপর সবার সামনে ঝাঁপায়ে পড়তেছে! তা-ও একজন শিক্ষকের ওপর! কত চুপ থাকা যায় আর স্যরি। চিৎকার করে কান্না আসতেছে। আল্লাহ তুমি ধ্বংস করে দাও পৃথিবী!’

 

ওই ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষিকা কয়েকজন হামলাকারী ও এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক করছেন। এ সময় তিনি হামলাকারীদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘আপনারা মারেন নাই? এরা আমার ছাত্র।

আপনারা গুলি চালান নাই?’

 

এরপর ওই হামলাকারীদের মাঝে কেউ সেই শিক্ষিকাকে ‘রাজাকার’ বলে মন্তব্য করলে আরো ক্ষিপ্ত হয়ে যান তিনি। সেই সঙ্গে পাল্টা জবাবে, ‘রাজাকার’ বলতে নিষেধ করেন।

পরে সেই শিক্ষিকার ওপর হামলাকারীরা চড়াও হওয়ার চেষ্টা করলে সেই স্থান থেকে শিক্ষিকাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন পুলিশ কর্মকর্তা। এক পর্যায়ে হামলাকারীরা ওই নারী শিক্ষিকাকে হেনস্তা করেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন