জয় বাংলা কনসার্টে অংশ নেবে না ‘নেমেসিস’

দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনের জেরে কারফিউ চলছে। পাশাপাশি শিক্ষার্থী আন্দোলনও চালু রেখেছে। পুরো বিষয়টি নিয়ে নানা রকম প্রতিবাদ ও আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও নানাভাবে যুক্ত হচ্ছেন আন্দোলনের সঙ্গে।

নানাভাবে করছেন প্রতিবাদ। যেমন অনেক সংগীতশিল্পী বয়কট করছেন আলোচিত ‘জয় বাংলা’ কনসার্ট। এ তালিকায় এবার যুক্ত হলো তরুণদের প্রিয় ব্যান্ড নেমেসিস। আজ তারা এক নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা দিয়ে জানিয়ে দিল তার আর কখনোই জয় বাংলা কনসার্টে অংশ নেবে না।

 

ফেসবুক পোস্টে লেখা হয়, `গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা আর কখনোই জয় বাংলা কনসার্টে পারফরম করব না। কিন্তু কথা এখানেই শেষ হতে পারে না। আমাদের আরো কথা বলার আছে। আগেও বলেছি, এখন আরো জোরে বলতে হবে।

আমাদের সবার বলতে হবে।’

 

পোস্টে আরো লেখে, ‘আমাদের প্রজন্ম আমরা ৩০ বছর ধরে একটা ভয়ের সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হতো আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম, ভাবতাম আমাদের কথা কেই-বা শুনবে। কিন্তু আর কত ভয়? বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব।

কারণ আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই ও সত্যের সংস্কৃতি গড়তে চাই।’

 

পোস্টের শেষে লেখে, ‘তাই কথা বলা থামানো যাবে না, অন্যায় দেখে প্রতিবাদ করা থামানো যাবে না। আপনারা করছেন, আমরা করছি, আরো অনেক মানুষ করবে। সময় লাগতে পারে, কিন্তু সবাই জেগে উঠছে।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন