তিনি কৃষ্ণাঙ্গ নাকি ভারতীয়? কমলাকে নিয়ে ট্রাম্পের প্রশ্ন

এবার কমলা হ্যারিসের জাতিগত পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তিনি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ নাগরিক এ নিয়ে প্রশ্ন তোলেন রিপাবলিকান নেতা। ট্রাম্প দাবি করেছেন, ভাইস-প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী কমলা তার এশিয়ান-আমেরিকান পরিচয় লুকাতে চান। কমলা এখন কৃষ্ণাঙ্গ হয়েই থাকতে পছন্দ করেন।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন কমলা হ্যারিস। কিন্তু কমলা হ্যারিস প্রার্থী হওয়ার পর থেকেই নানাভাবে তাকে আক্রমণ করে আসছেন সাবেক প্রেসিডেন্ট ওরিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার মার্কিন কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের এক সমাবেশে যোগ দিয়ে ট্রাম্প জানতে চান, কমলা আসলে কৃষ্ণাঙ্গ নাকি ভারতীয়?শিকাগোতে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক জার্নালিস্টস কনভেনশনে তিনি বলেন, ‘আমি জানতাম না যে কয়েক বছর আগে তিনি কৃষ্ণাঙ্গ হয়েছিলেন এবং এখন তিনি কৃষ্ণাঙ্গ হিসেবেই পরিচিত হতে চান।’

ট্রাম্প আরো বলেন, তিনি (কমলা) সবসময় ভারতীয় ঐতিহ্য ধারণ করে এসেছেন।

তিনি শুধু ভারতীয় ঐতিহ্যই প্রচার করেছেন। কয়েক বছর আগে তিনি কৃষ্ণাঙ্গদের দলে নাম লেখান। তার আগ পর্যন্ত আমি নিজেই জানতাম না যে তিনি একজন কৃষ্ণাঙ্গ। আর এখন তিনি কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচিত হতে চান।

 

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তাই আমি জানি না, তিনি ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ? কিন্তু আপনি কি জানেন, আমি এই দুই জাতের মানুষকেই সম্মান করি। কিন্তু তিনি স্পষ্টতই তা করেন না। কারণ তিনি সব সময় ভারতীয় ছিলেন। হঠাৎ ভোল পাল্টে কৃষ্ণাঙ্গ হয়েছেন। 

কমলার মা ভারতীয় এবং বাবা জ্যামাইকান।

হাওয়ার্ড ইউনিভার্সিটিতে পড়েছেন তিনি। ২০১৭ সালে সিনেটে প্রবেশের পর তিনি কংগ্রেসনাল ব্ল্যাক ককাসের সদস্য হন।

 

এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের বলেছেন, ‘কে কি, কী তার পরিচয়, এটা নিয়ে বলার অধিকার কারো নেই।’ ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্যের কয়েক ঘণ্টা পরই কমলাও হিউস্টনে আরেক কৃষ্ণাঙ্গ সমাবেশে বলেছেন, তার (ট্রাম্প) এই মন্তব্য দিয়ে বোঝা যায় তিনি ক্ষমতায় এলে আগামী চার বছর কেমন হবে। বিভেদ ও অসম্মানের আরেকটি পুরোনো প্রদর্শন।

সূত্র : বিবিসি

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন