আগস্টের সব কনসার্ট বাতিল করলেন অরিজিৎ

উপমহাদেশের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং বিশ্রাম নিলেন যেন। পুরো আগস্টে অংশ নেবেন না কোনো কনসার্টে। নাহ, কোনো ছাত্র আন্দোলনে সমর্থন নয়, তার শারীরিক অসুস্থতার কারণেই এমন সিদ্ধান্ত। অরিজিৎ নিজেই জানালেন, তিনি ভালো নেই।

অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা জানান।

 

অরিজিৎ সিং এদিন তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন। সেখানেই তিনি লেখেন, ‘সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অসুস্থতার কারণে আমার আগস্টের সব শো পিছিয়ে দিতে হচ্ছে। আমি জানি, আপনারা সবাই এই শোগুলোর জন্য দারুণভাবে অপেক্ষা করে ছিলেন।

কিন্তু আমি মন দিয়ে ক্ষমা চাইছি এটার জন্য। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই কিন্তু আমার একমাত্র শক্তি। এই থমকে যাওয়াটাকে একটি প্রমিজে পরিণত করি চলুন যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হবে।’

 

এরপর তিনি তার পোস্টে আগস্টের বদলে সেপ্টেম্বরে কবে কোথায় শো হবে সেটা জানিয়ে দেন।

আর সেখান থেকেই জানা যায় ইউনাইটেড কিংডমের আশপাশেই মূলত এই মাসে তার সব শো ছিল। নতুন দিনক্ষণ জানানোর পর অরিজিৎ লেখেন, ‘বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবার দারুণ সব স্মৃতি তৈরি করার জন্য আমার তর সইছে না।’

 

অরিজিৎ এদিন তার অসুস্থতার খবর ভাগ করতেই স্বাভাবিকভাবেই মন ভালো নেই তার অনুরাগীদের। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন তার দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন।

তার অনুরাগীরাও তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেটাই লিখেছেন কমেন্ট বক্সে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন