কমলা হ্যারিসকে আক্রমণের ছক কষছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ১০০ দিনেরও কম সময় বাকি থাকতে প্রতিদিনই গতি পাচ্ছে নির্বাচনী প্রচারণা। জমে উঠছে ট্রাম্প-কমলা বাগযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লড়াই থেকে সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিস শক্ত চ্যালেঞ্জ ছুড়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রতি। এ অবস্থায় নতুন নির্বাচনী কৌশল প্রণয়ন করতে বাধ্য হচ্ছেন ট্রাম্প।

 

গতকাল তাঁর দুটি প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা। সেখানে তাঁর লক্ষ্যবস্তু থাকবেন কমলা। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দলীয় সমর্থন পাওয়ায় রিপাবলিকানদের নির্বাচনী প্রচারণা গত ২১ জুলাই বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়। কারণ ৮১ বছর বয়সী বাইডেনের কথিত দুর্বল স্বাস্থ্য ও স্মৃতিশক্তির সমস্যাকেই নিজের প্রচারণার কেন্দ্রবিন্দু করেছিলেন ট্রাম্প।

 

সেখানে ৭৯ বছর বয়সী ট্রাম্প এখন সম্পূর্ণ ভিন্ন এক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি। কমলা দেশের প্রথম কৃষ্ণাঙ্গ, নারী ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট। তাঁর বয়সও ট্রাম্পের প্রায় ২০ বছর কম।

ডেমোক্রেটিক দলের প্রার্থীর পরিবর্তন ট্রাম্প ও রিপাবলিকানদের কৌশল দ্রুত পরিবর্তন করতে বাধ্য করেছে।

রিপাবলিকান দল ও ট্রাম্প দৃশ্যত এখনো কমলার বিরুদ্ধে আক্রমণের কৌশল চূড়ান্ত করেতে পারেনি। গতকাল শিকাগোতে কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার কথা ট্রাম্পের। আলোচনার মূল বিষয়বস্তু হবে ট্রাম্প কিভাবে ‘সাম্প্রতিক যেকোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের জন্য বেশি কিছু করেছেন’, তা তুলে ধরা। অন্যদিকে গতকাল টেক্সাসের হিউস্টনে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের একটি সমাবেশে ভাষণ দেওয়ার কথা কমলার।

 

গত মঙ্গলবার জর্জিয়ার আটলান্টায় সমাবেশে সীমান্ত ইস্যু নিয়ে ট্রাম্পের সমালোচনার জবাব দেন কমলা।

তিনি বলেন, ‘ট্রাম্প সীমান্তের নিরাপত্তা নিয়ে ভাবেন না, শুধু নিজেকে নিয়ে ভাবেন।’ প্রেসিডেন্ট নির্বাচিত হলে এসংক্রান্ত বিল পাস করাতে তৎপর হবেন বলে জানান কমলা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন