১০.৭৩ সেকেন্ড! ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের ওয়েবসাইটে ইমরানুর রহমানের প্রফাইল ঘেঁটে এমন বাজে টাইমিং আর পাওয়া যাবে না। বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রিলিমিনারির হিটে প্রথম হয়ে যিনি পরের রাউন্ডে যান, সেখানে প্যারিসে কিনা সেই হিটে ষষ্ঠ হলেন। এমন টাইমিংয়ে এর চেয়ে ভালো কিছু অবশ্য আশাও করা যায় না।
১০.১১ সেকেন্ড ছিল যাঁর ক্যারিয়ার সেরা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১০.২৫ সেকেন্ডেও দৌড়েছেন, সেই ইমরানের কেন এই অবস্থা হলো স্বপ্নপূরণের অলিম্পিকে গিয়ে? ইমরানের দৌড় শেষে মিক্সড জোনে সেই প্রশ্নে উত্তর পেতে গিয়ে বিস্ময়কর তথ্যই পেয়েছেন বাংলাদেশের সাংবাদিকরা।
ইমরান বলেছেন, তিনি গত মার্চ থেকেই চোটে ভুগছেন। এপ্রিলে তলপেটের পেশিও ছিঁড়ে যায়। তাতে অলিম্পিক খেলতে পারবেন না বলে ফেডারেশনকে নাকি জানিয়েছিলেনও। কিন্তু ফেডারেশন নাকি তাঁকে পরামর্শ দিয়েছিল চোটের তথ্য লুকিয়ে এই সময়ের মধ্যে সেরে ওঠার চষ্টো করতে! ইমরান সেই চেষ্টাই করেছেন।
কিন্তু অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে পারেননি ভালোভাবে। প্যারিসেই ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব অবশ্য ইমরানের সেই বক্তব্য অস্বীকার করেছেন সাংবাদিকদের কাছে। তাতে বাংলাদেশের জন্য এবারের অলিম্পিকটা শেষ হয়েছে ন্যক্কারজনকভাবে।
একমাত্র খেলোয়াড় হিসেবে আর্চার সাগর ইসলাম প্যারিসের টিকিট কেটেও সেখানে পারফর্ম করতে পারেননি অলিম্পিক মানে।
শ্যুটার রবিউল ইসলাম ফাইনালে (সেরা আট) খেলার প্রত্যাশার কথা শুনিয়েছিলেন। তাই র্যাংকিং রাউন্ডে তাঁর ৪৩তম হওয়াটা ছিল হতাশার। সাঁতারু সামিউল ইসলাম অলিম্পিক বৃত্তিতে এক বছর থাইল্যান্ডে প্রশিক্ষণে ছিলেন। একমাত্র তিনিই নিজের ক্যারিয়ার সেরা টাইমিংটা ছাড়াতে পেরেছেন। তবে তিনিও মূলত ফ্রিস্টাইলের সাঁতারু নন।
অলিম্পিক লক্ষ্য করে ফ্রি স্টাইলের দেশসেরাকে একইভাবে তৈরি করা গেলে হয়তো আরো ভালো অবস্থান পাওয়া যেত। মেয়েদের ইভেন্টের সোনিয়া খাতুন দেশেই অনুশীলন করেছেন। প্যারিসে গিয়ে তিনি নিজে আগের সেরা টাইমিংও ছাড়িয়ে যেতে পারেননি।
অলিম্পিকে ব্যর্থতার দায় তাই শুধু খেলোয়াড়দেরই নয়, নীতিনির্ধারকদেরও দায়মুক্তির সুযোগ নেই।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন