এবার বাংলাদেশ নিয়ে যা বললেন বলিউডের সোনম কাপুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার গত কয়েক দিনের প্রতিবাদ সংগ্রামের পর অবশেষে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। বাংলাদেশের সেনা প্রধান সাংবাদিক বৈঠকে জানান, অন্তর্বতীকালীন সরকার গঠন করে আপাতত দেশ চালাবে সেনাবাহিনী।

বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ওপার বাংলার মানুষজনও। দেব থেকে স্বস্তিকা, জিৎসহ বহু টলিউড তারকাই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

এবার বলিউড থেকে বাংলাদেশের পাশে দাঁড়ালেন সোনম কাপুর। 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের জন্য প্রার্থনা করলেন সোনম কাপুর। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন অভিনেত্রী।

সোনমের শেয়ার করা প্রতিবেদন অনুযায়ী, এক দিনে ৬৬ জন নিহত হয়েছেন বাংলাদেশে।

যদিও পরে সেই সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সোনম পোস্টটি শেয়ার করে লিখেছেন, “এটা সত্যিই সাংঘাতিক। চলুন, সকলে মিলে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করি।”

 

5

সোনম কাপুরের স্টোরি থেকে নেয়া

সোনমই প্রথম বলিউড তারকা যিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন।

সোনমের সেই পোস্টে মন্তব্য করে ধন্যবাদ জানাতে দেখা গেছে বাংলাদেশের অনেক ভক্তকেও।

 

এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধান ওয়াকার উজ জামান। বিএনপি, জাতীয় পার্টির মতো দলগুলো যোগ দিয়েছিল বৈঠকে, আওয়ামী লিগের কেউ ছিল না তা স্পষ্ট করেন সেনা প্রধান। আন্দোলনকারীদের থেকে সহযোগিতার আহ্বানও জানান সেনা প্রধান।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন