জিবিনিউজ 24 ডেস্ক //
ব্রিটিশ বাংলাদেশী প্রবীন মুরুব্বী হাজী আব্দুল বারী আর নেই । শনিবার চোদ্দই নভেম্বর সন্ধ্যায় লন্ডনের রেডব্রিজ বারায় ছোট ছেলের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহে ওয়া ইলাইহে রাজেউন)।
মৃতু কালে তার বয়স হয়েছিল তিরানব্বই বছর (৯৩)। দীর্ঘদিন যাবত রোগে ভুগছিলেন এই বর্ষীয়ান কমিউনিটি ব্যাক্তিত্ত। মরহুম বার্ধক্য জনিত কারনে মারা গেছেন বলে জানা গেছে । বিগত তেয়াত্তর(৭৩)বছর ব্রিটেনের মাটিতে বসবাস করা কালীন সময়ে তিনি প্রথম দিকে পূর্ব লন্ডনের স্টেপনী গ্রীনের বেঙ্গল হাউজে বসবাস করা কালীন সময় ডাকেট স্ট্রীট শাহজালাল জামে মসজিদের ট্রাষ্টি ছিলেন ।
এ ছাড়াও তিনি দেশে বিভিন্ন জনহিতকর কাজের সাথে সম্পৃক্ত ছিলেন । মরহুমের দেশের বাড়ী সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউরা গ্রামে। মৃত্যু কালে পাচ ছেল এক মেয়ে আত্মিয় স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । মরহুম হাজী আব্দুল বারীর জানাজার নামাজ এবং পরবর্তীতে তাকে লন্ডনেই দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন উনার ছোট ছেলে আব্দুল গাফফার বারী এবং তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রাথী ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন