মৌলভীবাজারে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী সম্পন্ন

  জিবিনিউজ 24 ডেস্ক //

গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মৌলভীবাজারে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জাতীয় মহিলা সংস্থা হলরুম মৌলভীবাজার জেলা তথ্য অফিসে ব্যবস্থাপনায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজারের চেয়ারম্যান রেজিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা জনাব মোঃ আব্দুছ ছাত্তার।

প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রায় দেড়শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।

বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা, প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, নারীর ক্ষমতায়ন, করোনা সংক্রমন প্রতিরোধ বিষয়ে ব্যাপক আলোচনা করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন