রকল্যান্ড কাউন্টিতে দুইদিন ব্যাপি বুক ফেয়ার অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন ,,

নিউইয়র্ক এর অদুরে রকল্যান্ড কাউন্টির চেষ্টনাট রিজের ছোট্ট ছায়া ঘেরা সুন্দর জায়গায় এবং পাহাড় ঘেরা প্রকৃতির কোলে গত শনিবার ও রবিবার ,২৭ ও ২৮ জুলাই, ২০২৪, দুইদিন ব্যাপি হয়ে গেলো 2nd Rockland Retreat & Book Fair. " বনের মাঝে, লেখার খোঁজে " এই প্রতিপাদ্য সামনে রেখে এমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলাদেশ ও ভারত থেকে ছুটে এসেছিলেন আমন্ত্রিত কবি, লেখক এবং সাহিত্য অনুরাগী। বিলস, BILS বা Bengali International Literary Society এই বইমেলার আয়োজক। বিশিষ্ট ছড়াকার ড:ধনঞ্জয় সি সাহার ব্রেইন চাইল্ড হলো এই রকল্যান্ড কাউন্টির বইমেলা। তিনি একজন পেশাদার মেডিকেল সায়েন্টিস্ট।বাপসনিঊজকে এ প্রতিবেদন পাঠিয়েছেন বিশিষ্ট সাংবাদিক রিমন ইসলাম । দুইদিন ব্যাপি অনুষ্ঠানে প্রচুর এমেরিকান সাহিত্য অনুরাগী যোগ দিয়েছিলেন। সব লেখক এবং সাহিত্য অনুরাগীদের পদচারণায় বইমেলাটি অত্যন্ত উপভোগ্য হয়ে উঠেছিল। প্রথম দিন শনিবার নিউইয়র্ক বাংলাদেশ কন্সাল জেনারেল নাজমুল হুদা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। ড: ধনঞ্জয় সাহা স্বাগত ভাষনে সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। বইমেলার আহবায়ক গৌতম সাহা অতিথিদেরকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। পরে বাংলাদেশ এবং এমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বক্তব্য রাখেন জ্যানেট রড্রিগেজ এবং সি এনা ভেসিলেস।The Social Organism & Man As Being Of Body, Soul & Tagore’s Writing এর উপর রেভারেন্ড Paul Newton একটি প্রবন্ধ উপস্থাপন করেন। পরে Rudolf Steiner's Threefold Philosophy and It’s Implication In Creating Writing এর উপর প্রবন্ধ উপস্থাপন করেন জ্যানেট রড্রিগেজ। তারপর লেখকদেরকে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেন এবং উত্তরীয় পরিয়ে দেন ড: ধনঞ্জয় সাহা। এরপর চমৎকার সামার বিকেলে খোলা মঞ্চে হালকা গরম আর ঝিরিঝিরি বাতাসে ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কন্সাল জেনারেল নাজমুল হুদা এবং আগত লেখকবৃন্দ। বনের মাঝে, লেখার খোঁজে প্রতিপাদ্যটি তখন আক্ষরিক অর্থেই একটি বর্ণময় আবহের সৃষ্টি করেছিল। বিকেলের মৃদুমন্দ বাতাস আর কবিতার সুঘ্রাণ সবাইকে নিয়ে গিয়েছিল এক ভাবের রাজত্বে। এক কথায় অপূর্ব। মন ভিজে গিয়েছিল শিল্প আর সাহিত্যের ভালোবাসায়। তারপর লেখকদেরকে পরিচয় করিয়ে দেন ড: ধনঞ্জয় সাহা। ২০২৩ এর বনের মাঝে, লেখার খোঁজের বিজয়ী লেখক ও সাংবাদিক শহীদ রাজু তার অভিজ্ঞতার কথা ব্যাক্ত করেন। তারপর কবি ফকির ইলিয়াস, জান্নাতুল ফেরদাউস, বাপসনিউজ প্প্যতিনিধি ও কবি মিজানুর রহমান, ধনঞ্জয় সাহা, উইলিয়াম টাইলার, প্রথম চক্রবর্তী, ড: দীপা সাহা সহ অনেকই কবিতা, ছড়া এবং ছোট গল্প পাঠ করেন। বিকাল ৬.৩০ মিনিটে স্থানীয় ভাবে রান্না করা ডিনারে সবাইকে আপ্যায়িত করা হয়। ডিনারের পরে "বংগবন্ধু রাজনীতির কবি" এই শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন কবি ফকির ইলিয়াস। কবি ফারহানা ইলিয়াস তুলি Poetry Slam বাংলা, ইংলিশ, পোলিশ এবং স্পেনিশের উপরআলোচনা করেন। গৌতম সাহার পরিচালনায় অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, গান ও নৃত্যানুষ্ঠান। চমৎকার কিছু গান আর ভারতীয় শিল্পী আসওয়াথী অরুণের কুচিপুডি নাচ দর্শকরা প্রান ভরে উপভোগ করেন। সন্ধ্যার পর নিঝুম জংগলের ভিতর পাখির ডাক আর ঝিঝি পোকার শব্দের অনুরনন, চারিদিকে অন্ধকার আর ভেতরে খোলা তাবুতে সাংস্কৃতিক পর্বটা ভালো লাগার এক অন্য জগতে নিয়ে গিয়েছিল সবাইকে। সংগীত পরিবেশন করেন এমেরিকান শিল্পী গ্যালিলি ডিমায়ো, ডাফনা স্টার্ন, জেনি টথ,নাটালি হেগেই ও ড: শিওলি রয়। তারপর চলে রাতের শেষ আড্ডা। ২৮ জুলাই সকালে ব্রেকফাস্ট পর্ব শেষে বাংলাদেশ রাইটার্স ক্লাব ক্যানাডার সভাপতি মৌ মধুবন্তি ভিডিও কনফারেন্সে যোগ দেন।বাংলাদেশ থেকে বাংলা একাডেমির সাবেক পরিচালক নুরুল হুদা এবং নেপাল থেকে যুক্ত হন লেখক ইউতসু শর্মা ভিডিও কলে। তারা সবাই বইমেলার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। ইউতসু শর্মা The Poet From The Himalayas এর উপর বিস্তারিত আলোচনা করেন। কবি নুরুল হুদা বইমেলার উপর লিখিত একটি কবিতা পাঠ করেন। ড: শান্তনু দাস বইমেলা এবং বিবিধ বিষয়ে আলোকপাত করেন। ড: হাওয়ার্ড রেনকিন নিউরোসাইকোলজির উপর প্রবন্ধ উপস্থাপন করেন। মৌ মধুবন্তী The Correlation Between The Movement Of The Earth's Tectonic Plates & Writer's Emotional Coherence এর উপর বিস্তারিত আলোচনা করেন। চা বিরতির পরে " বনের মাঝে, লেখার খোঁজে "বিষয়ের উপর একটি লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই লেখার উপর আলোচনা হয় এবং লেখকরা পাঠ করেন, সোমা রোজারিও, বেনজির শিকদার, সুদিপ্ত চট্টপাধ্যায়,ড: দীপা সাহা ও বেলা ফ্রুম্যান। পর্বটি পরিচালনা করেন ঢাকা থেকে আগত লেখক ও প্রকাশক আমিনুল ইসলাম। সাংবাদিক ইব্রাহিম চৌধুরীর পরিচালনায় ফিতা কেটে বইমেলার ২য় দিন উদ্বোধন করেন লেখক আমিনুল ইসলাম এবং টেলিভিশন ব্যক্তিত্ব লেখক বেলাল বেগ। তারপর লাঞ্চ ব্রেকের পর শুরু হয় নাসির শিকদারের স্বাস্থ বিষয়ে আলোকপাত। এমি এওয়ার্ড প্রাপ্ত দীপংকর দীপু বাংলাদেশে তার অভিজ্ঞতা বর্ণনা করেন। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য একটি বিশেষ পর্বে আলোচনা করেন ড: গ্যালিলি ডিমায়ো অংশগ্রহণ করেন আনন সাহা, আসাফ সুকভ, ড্যানসন ওয়াম্বুয়া, ভিনিত রেড্ডি ও ভিভেক মুখার্জি। সোমা মুখার্জি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের ব্যাপারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তারপর শিকাগো বাংলাদেশ কন্সুলেট জেনারেল মনীর চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান অতিথি হিসেবে। তিনি আয়োজক এবং আগত অতিথিদেরকে এমন সুন্দর বইমেলা উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানান। লেখক ও প্রকাশক আমিনুল ইসলাম বাংলা সাহিত্যের মুদ্রণ সংকট নিয়ে আলোচনা করেন। লেখক বেলাল বেগ "সবার উপরে মানুষ সত্য"বিষয়ের উপর বক্তব্য দেন। শিকাগো কন্সাল জেনারেল মনীর চৌধুরী এবছর বিলস (BILS)এওয়ার্ড তুলে দেন লেখক বেলাল বেগ এবং ক্লিনটন বি সিলির হাতে। তারপর সংগীত এবং নাচের মধ্য দিয়ে শুরু হয় দুইদিন ব্যাপি বইমেলার সমাপ্তি অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন ইরামনি দেবি,ড: রুমা চচৌধুরী, টগর চৌধুরী, Mulberry Group ( Chestnut Ridge, NY)কবিতা পড়েন ইশরাত বোখারী, মিজানুর রহমান এবং Dave Buckner. চমৎকার নৃত্য পরিবেশন করে নুসরাত শিকদার কথা। সমাপনী বক্তব্য দেন আহবায়ক গৌতম সাহা এবং সবাইকে ২য় রকল্যান্ড রিট্রিট এন্ড বুক ফেয়ার সফলতার জন্য ধন্যবাদ জানান। বইমেলার প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট ড: ধনঞ্জয় সি সাহা ধন্যবাদ জানিয়ে ২০২৫ এ বইমেলায় আসার জন্য আগাম আমন্ত্রণ জানান। বইমেলা উপলক্ষে একটি সুন্দর স্মরনিকা প্রকাশকরা হয়। এতে নিউইয়র্ক বাংলাদেশ কন্সাল জেনারেল নাজমুল হুদা,ড: হাওয়ার্ড রেনকিন,ড: জর্জ গোপেন, জেনেট রড্রিগেজ, ড: ধনঞ্জয় সাহা এবং আহবায়ক গৌতম সাহার বাণী ছাপা হয়। এতে অফিসিয়াল ফটোগ্রাফার ছিলেন নিউইয়র্কের বিশিষ্ট ফটোগ্রাফার এবং মিডিয়া ব্যাক্তিত্ব রিমন ইসলাম।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন