বিশ্বরেকর্ড গড়েও বিশ্বাস হচ্ছে না সুইডিশ পোল ভল্টারের

যেকোনো ইভেন্টে সোনা নিশ্চিত হওয়ার পর অনেক অ্যাথলেটই হয়তো বলবেন ফের শক্তি ক্ষয় করার আর কী প্রয়োজন। যখন সর্বোচ্চ পুরস্কার পাওয়াটা নিশ্চিতই হয়ে গিয়েছে। তবে আরমান্দ ডুপ্লান্টিস এ ক্ষেত্রে ব্যতিক্রম। সুইডিশ পোল ভল্টারকে এই কাতারে ভাবলে আপনারা ভুল করবেন।

 

প্যারিস অলিম্পিকের পোল ভল্টারে গতকাল ৬ মিটার উচ্চতা পেরিয়ে সোনা নিশ্চিত করেছিলেন ডুপ্লান্টিস। স্বর্ণ নিশ্চিত হলেও তার যেন মন ভরছিল না। তাই ৬.১০ মিটার লাফ দেওয়ার চেষ্টা করলেন এবং তাতে সফলও হলেন। এই সাফল্য তাকে আরো আত্মবিশ্বাসী করে তুলল।

সে এবার ঠিক করল ৬.২৫ মিটার লাফ দেবেন। স্তা দে ফ্রান্সে প্রথম দুইবার চেষ্টা করে ব্যর্থ হলেন। কিন্তু দমিয়ে যেতে চাইলেন না।

 

ডুপ্লান্টিস যেন পণ করেছেন সফল হতেই হবে তাকে।

তৃতীয় ও শেষবারের চেষ্টায় ২৪ বছর বয়সী অ্যাথলেট সফলও হলেন। আর তাতে নতুন এক রেকর্ড গড়লেন। নিজের ৬.২৪ মিটারে রেকর্ড ভেঙে নতুন করে বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এ বছরের এপ্রিলে শিয়ামেন ডায়মন্ড লিগে রেকর্ডটি গড়ছিলেন তিনি।

 

এ নিয়ে সবমিলিয়ে ৯ বার বিশ্বরেকর্ড গড়লেন ডুপ্লান্টিস।

তবে শৈশব থেকেই তার স্বপ্ন ছিল অলিম্পিকে বিশ্বরেকর্ড গড়বেন। তাই তো গতকাল সোনা নিশ্চিত হওয়ার পরও নতুন নতুন ধাপ লাফ দেওয়ার পাগলামি করে গেছেন তিনি। ম্যাচ শেষে নিজের স্বপ্নের কথা নিজেই নিশ্চিত করেছেন, ‘আমি আর কী বলতে পারি? অলিম্পিকে বিশ্বরেকর্ড ভাঙলাম, একজন পোল ভল্টারের জন্য সম্ভাব্য সবচেয়ে বড় মঞ্চ। শৈশব থেকেই আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল অলিম্পিকে বিশ্ব রেকর্ড ভাঙা।’ 

 

লাফ শেষ করে কিভাবে উদযাপন করবেন সেটা যেন বুঝে উঠতে পারছিলেন না ডুপ্লান্টিস। শূন্য থেকে নিচে পড়েই গ্যালারির দিকে ছুটে গিয়ে উদযাপন শুরু করলেন। সেখানে থাকা অনেকের সঙ্গেই আলিঙ্গন করার আগে বারবার শূন্যে মুষ্টিবদ্ধ হাত ছুড়ছিলেন। তা দেখে তার প্রতিদ্বন্ধীরাও হাত তালি দিচ্ছিলেন।

ম্যাচ শেষেও নিজের অনুভূতি যথার্থভাবে প্রকাশ করতে পারেননি ডুপ্লান্টিস। সুইডিশ অ্যাথলেট বলেছেন, ‘এখনো ঠিক বুঝে উঠতে পারছি না মুহূর্তটা কতটা দারুণ ছিল। এটা এমন বিষয়গুলোর একটি যা আমার কাছে বাস্তব বলে মনে হয় না।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন