ওটিটিতে ফের ঝড় তুলতে আসছেন মাধুরী দীক্ষিত। প্রথমবার সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। নাগেশ কুকুনূরের আপকামিং ওয়েব সিরিজে নতুন লুকে হাজির হচ্ছেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত।
২০২২ সালে ‘দ্য ফেম গেম’ সিরিজের মাধ্যমে ওটিটির জগতে আত্মপ্রকাশ মাধুরীর।
প্রায় দুই বছর পর ফের ওটিটিতে মাধুরী। ভারতীয় গণমাধ্যম মিড ডের প্রতিবেদন অনুসারে, নাগেশের নতুন সিরিজের নাম ‘মিসেস দেশপাণ্ডে।’ নাগেশ কুকুনূর ও মাধুরীর মধ্যে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে।
প্রতিবেদন অনুসারে, ওয়েব সিরিজ ‘মিসেস দেশপাণ্ডে’ একেবারে অন্য ঘরানার গল্প পরিবেশন করবে।
সিরিয়াল কিলারকে ধরতে পুলিশ কিভাবে একজন সিরিয়াল কিলারেরই সাহায্য নেয়, এমন গল্প উঠে আসবে এতে। এটি একটি ফ্রেঞ্চ সিরিজের রিমেক হতে চলেছে বলেই জানা যাচ্ছে। উল্লেখ্য, মাধুরীর মতো নাগেশও গুবছর পরই ওটিটির দুনিয়ায় ফিরলেন। ২০২২- এ নাগেশের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘মডার্ন লাভ হায়দরাবাদ’।
২০২২-এ মাধুরীকে শেষ দেখা গিয়েছিল ‘মজা মা’-তে। আমাজন প্রাইমে মুক্তি পেয়েছিল মাধুরীর অভিনীত এই ছবি। এ ছাড়া সামনে ‘ভুলভুলিয়া ৩’-তে দেখা যাবে মাধুরীকে। কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি ও বিদ্যা বালানের সঙ্গে সিনেমাটিতে অভিনয় করবেন মাধুরী।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন