জিব্রাল্টার নিয়ে গান গেয়ে নিষিদ্ধ ইউরোজয়ী দুই ফুটবলার

gbn

চ্যাম্পিয়ন হওয়ার পর দলের খেলোয়াড়েরা উদ্‌যাপন করবেন এটাই স্বাভাবিক। তবে উদ্‌যাপন যদি মাত্রা ছাড়িয়ে যায় তাহলে শাস্তিটা যেন প্রাপ্য হয়ে দাঁড়ায়। ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর তেমনি মাত্রাতিরিক্ত উদ্‌যাপন করে নিষিদ্ধ হয়েছেন আলভারো মোরাতা ও রদ্রি। 

সবশেষ ইউরোয় ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো মহাদেশিয় শ্রেষ্ঠত্বে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।

চ্যাম্পিয়ন হওয়ার পর দেশে ফিরে রাজধানী মাদ্রিদে সমর্থকদের সঙ্গে শিরোপা উদ্‌যাপন করেন খেলোয়াড়েরা। কিন্তু শিরোপা উদ্‌যাপনের সময় বিদ্বেষমূলক গান করেন মোরাতা এবং রদ্রি।

 

স্পেনের দক্ষিণে অবস্থিত ব্রিটিশ অধীনস্থ দেশ জিব্রাল্টার। যা ৩০০ বছরেরও বেশি সময় ধরে শাসন করে আসছে যুক্তরাজ্য।

সেই অঞ্চলের সার্বভৌত্বে আঘাত করে সমর্থকদের সঙ্গে উদ্‌যাপন করার সময় রদ্রি ও মোরাতা গানের তালে বলতে থাকেন,‘জিব্রাল্টার স্পেনের অংশ’। পরে জিব্রাল্টার ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে উয়েফার কাছে অভিযোগ জানায়।

 

যার শাস্তি হিসেবে উয়েফা দুজনকেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। আচরণবিধি এবং ফুটবল চেতনার বহির্ভূত বলেই এই শাস্তি পেয়েছে তারা।

এই নিষেধাজ্ঞার কারণে আগামী ৫ সেপ্টেম্বর সার্বিয়ার বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে খেলতে পারবেন না মোরাতা ও রদ্রি। ইউরো জয়ের পথে দলকে নেতৃত্ব দেন মোরাতা। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান রদ্রি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন