চলচ্চিত্র তারকা তমা মির্জা। দেশের নানা বিষয় নিয়ে সব সময় সজাগ থাকেন। দেশে চলমান ছাত্র আন্দোলন এবং তারপর সরকার পতন নিয়ে নানা সময়ে বিভিন্ন পোস্ট দিয়েছেন। এবার চলমান পরিস্থিতি নিয়েও লিখেছেন দীর্ঘ এক পোস্ট।
তিনি লেখেন, ‘রাস্তায় সকাল থেকে রাত পর্যন্ত স্টুডেন্টসরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, সঙ্গে আশপাশের পরিবেশ পরিচ্ছন্নতার কাজটাও এরা করছে, আবার কোথাও কোথাও সৌন্দর্য ফিরিয়ে আনতে ছবি আঁকছে, ভাস্কর ঠিক করছে, তার মধ্যে সারা রাত জেগে ডাকাতি, লুটপাট ,ভাঙচুর আটকানোর চেষ্টাটাও ওরাই করছে আর আন্দোলনের মাঠে তো আমাদের বীররা আছেই ওদের স্বপ্ন, চাওয়া একটাই ‘একটা স্বাধীন সুন্দর বাংলাদেশ গড়ে তোলা’ এই হলো আজকের জেনারেশন, আজকের ছাত্রসমাজ, আমার-আপনার আগামী ভবিষ্যৎ।
তিনি আরো লেখেন, ‘আর উনারা ( দুই দল ) কী করছে? তাতো আমরা নানা সোশ্যাল মাধ্যমে দেখতেই পাচ্ছি। “বাকি কিছুদের অবস্থা -কলা ছিঁড়লা কেন বুজায় দাও, বুজালা কেন ছিঁড়ে দাও , মানে আগে ভালো ছিল না এখন আছে , না আসলে এখন ভালো নেই আগে ভালো ছিল , না মানে দূর বাদ দেন এরা বরাবরই কনফিউশড।
কিন্তু আমি, আপনি, সাধারণ জনগণ কী চাই? আমি চাই ‘আপাতত কোনো দল না’।
ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে ছাত্র-নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হচ্ছে সেটি রাষ্ট্র মেরামতের জন্য, সাধারণ জনগণের জীবনযাপনে সমতা, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যত দিন সময় লাগে তত দিন থাকুক , সঙ্গে নতুন ছাত্রসমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে দেশটা নিয়ে ওদের পাশে থাকতে চাই , ওদের চিন্তা-ভাবনাকে সম্মান দিতে চাই, ওদের সাথে একাত্মতা প্রকাশ করতে চাই।’
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন