ওটিটিতে মুক্তির অপেক্ষায় যেসব কন্টেন্ট

কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ক্ষমতাসীন সরকার। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ে দেশের ওটিটি মাধ্যমগুলো। দুটি আলোচিত ছবির মুক্তি স্থগিত করতে হয়েছিল। এরই মধ্যে আওয়ামী সরকারের পতন হয়েছে।

ফিরে এসেছে ইন্টারনেটও। ওটিটির কার্যক্রম কি শুরু হয়েছে? খোঁজ নিয়েছেন কামরুল ইসলাম।

 

অনিশ্চয়তায় ‘৩৬-২৪-৩৬’
চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের চতুর্থ ছবি এটি। নির্মাণ করেছেন রেজাউর রহমান।

জুলাইয়ের শুরু থেকেই চলছিল ছবিটির প্রচারণা। কিন্তু এরই মধ্যে আন্দোলন বেগবান হওয়ায় মুক্তি স্থগিত করেন সংশ্লিষ্টরা। নতুন করে এর মুক্তি নিয়ে এখনো কিছু ভাবেননি বলে জানালেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি বলেন, “আমাদের কার্যক্রম পুনরায় শুরু করেছি।

তবে পুরোদমে আসতে আরো সময় লাগবে। নতুন কোনো কনটেন্টও মুক্তি দিচ্ছি না। ‘৩৬-২৪-৩৬’ ছবিটার মুক্তি স্থগিত করেছিলাম। নতুন করে এর মুক্তির বিষয়ে এখনো ভাবিনি। কারণ এটা যে ধরনের কনটেন্ট, সেটা প্রচারের পরিবেশ এখন নেই।

তা ছাড়া একটা কনটেন্ট মুক্তি দেওয়ার আগে যথাযথ প্রচারণার বিষয়ও আছে। এক মাস পিছিয়ে গেছি, ফলে পরিকল্পনা নতুন করে সাজাতে হবে। সামনে কোন কনটেন্ট মুক্তি দেব, কবে দেব, পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেব।”

 

ওটিটির গতি ফিরবে কবেরনির কথায় আভাস মেলে, সহসাই মুক্তি পাবে না ছবিটি; বরং পরিস্থিতি স্বাভাবিক হলে অন্য কোনো কনটেন্ট দিয়ে চেনা গতিতে ফিরবে প্ল্যাটফরমটি। একটি বিয়েবাড়ির গল্পে নির্মিত হয়েছে ‘৩৬-২৪-৩৬’। এতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, আবু হুরায়রা তানভীর, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার প্রমুখ।

২২ আগস্ট খুলতে পারে ‘একটি খোলা জানালা’
শর্টফিল্ম বানিয়ে পরিচিতি পাওয়া নির্মাতা ভিকি জাহেদ দীর্ঘদিন পর চেনা ছকে ফিরলেন। আবার এর অভিনয়ে আছেন তাঁর শর্টফিল্ম অধ্যায়ের অন্যতম সঙ্গী অভিনেত্রী সালহা খানম নাদিয়া। স্বল্পদৈর্ঘ্যের ‘একটি খোলা জানালা’ ছবিটি জুলাইয়ের প্রথমদিকে ‘বিঞ্জ’-এ মুক্তি পাওয়ার কথা ছিল। প্রচারণার অংশ হিসেবে প্রকাশ করা হয় ট্রেলার। অন্তর্জালে ট্রেলারটি বিপুল সাড়াও পেয়েছিল। কিন্তু মুক্তি আর পায়নি। বিষয়টি নিয়ে বিঞ্জ-এর কনটেন্ট বিশেষজ্ঞ ইশরাত জাহান বলেন, ছবিটির মুক্তির তারিখ কয়েকবার ঠিক করা হয়েছিল। তবে বৈরী পরিস্থিতির কারণে মুক্তি দিতে পারিনি। এখন নতুন করে ২২ আগস্ট মুক্তির কথা ভাবছি। এটাও নিশ্চিত বলা যাচ্ছে না। যদি দেশের অবস্থা স্থিতিশীল হয়ে ওঠে, তাহলে ওই দিন ছবিটা মুক্তি দেব।’

ইন্টারনেট বন্ধ হওয়ার ধাক্কা সামলে নতুনভাবে ছন্দে ফেরার চেষ্টা করছে এই প্ল্যাটফরম। এ নিয়ে ইশরাত জাহান বলেন, ‘আমাদের জন্য তো বেশ কঠিন সময় গেছে এবং এখনো যাচ্ছে। এখন আমরা নতুন কনটেন্ট মুক্তি দেওয়া বন্ধ রেখেছি। ইন্টারনেট চালু হওয়ার পর দর্শক পুরনো কনটেন্ট দেখছে। পাশাপাশি আমরা খেলার দিকে নজর দিচ্ছি। গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও দ্য হানড্রেড টুর্নামেন্টের ম্যাচগুলো দেখাচ্ছি।’

আই-স্ক্রিনে আসছে ‘মাইক’
ওটিটি প্ল্যাটফরম হিসেবে এখনো আলোচিত কোনো মৌলিক কনটেন্ট উপহার দিতে পারেনি আই-স্ক্রিন। যে ছবি দিয়ে প্ল্যাটফরমটির উঠে দঁঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা ‘অমীমাংসিত’ আটকে আছে সেন্সর বোর্ডে। তবে পুরনো বিভিন্ন কনটেন্ট দিয়ে কার্যক্রম অব্যাহত রেখেছে তারা। ১৫ আগস্ট মুক্তি পাবে এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুলের ছবি ‘মাইক’। শিশুতোষ এই ছবির মূল বিষয়বস্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। অভিনয়ে আছেন তারিক আনাম খান, ফেরদৌস, তানভীন সুইটি, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ প্রমুখ। এটি গত বছরের আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন