বাইডেনের আশঙ্কা ট্রাম্প হারলে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে না

gbn

নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরাজিত হলে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবে হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। গত বুধবার যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।

গত মাসে নির্বাচনী লড়াই থেকে নাটকীয়ভাবে সরে দাঁড়ানোর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিলেন ডেমোক্রেটিক পার্টির এই নেতা।বাইডেন বলেন, ‘ট্রাম্প হেরে গেলে পরিস্থিতি কেমন হবে, তা নিয়ে আমি আত্মবিশ্বাসী নই।

ট্রাম্প যা মনে করেন, তাই বলেন। আমরা তাঁকে খুব একটা গুরুত্ব দিই না। ট্রাম্প নিজে বলেছেন, যদি আমরা হেরে যাই, তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে।’ গত মার্চে অটোমোবাইলশিল্প নিয়ে কথা বলার সময় এমন মন্তব্য করেন ট্রাম্প।

 

তাঁর এই মন্তব্যের পর ব্যাপক সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ডেমোক্র্যাটরা তাঁদের প্রচারে নতুন বার্তা যোগ করে বলেন, সাবেক প্রেসিডেন্ট গণতন্ত্রের জন্য হুমকি। ওই সময় বাইডেনের প্রচারশিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তাদের বিজ্ঞাপনে ‘রক্তগঙ্গা’ শব্দটি জুড়ে দেয় এবং ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতাকে উসকে দেওয়ার অভিযোগ আনেন প্রচারশিবিরের মুখপাত্র।

তবে ট্রাম্পের প্রচারশিবির বলেছে, ট্রাম্পের ওই মন্তব্য ছিল অটোমোবাইল খাত নিয়ে এবং ইচ্ছাকৃতভাবে মন্তব্যটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।

 

তহবিল সংগ্রহসংক্রান্ত ই-মেইল বার্তায় প্রচারশিবির বলেছে, রাজনৈতিক প্রতিপক্ষ ও অন্যরা ট্রাম্পের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছেন। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেন, তাঁরা খুব ভালো করেই জানেন, আমি দুর্নীতিবাজ জো বাইডেনের বিরুদ্ধে কথা বলেছিলাম; যিনি গাড়ি আমদানি করে দেশের অটোমোবাইল খাতকে ধ্বংস করছেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন