সুনামগঞ্জ প্রতিনিধি:-
সন্ত্রাস ভোটডাকাতি গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
রবিবার (১৫ নভেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আলফাত স্কয়ার পয়েন্টে যেতে চাইলে খামারখালী পয়েন্টে পুলিশ বাধা দেয়।
পরে সেখানেই সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল হক,আবুল কালাম,যুগ্ম- সম্পাদক নুর হোসেন, অ্যাড. জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ ভাল নেই, বাংলাদেশের আইন শৃঙ্খলা দিন দিন অবনীতি হচ্ছে, রাত পুহালেই হত্যা,ধর্ষণ, লুটপাট হচ্ছে, ভোট ডাকাতি হচ্ছে, তাই সময় এসে গেছে ঐ সরকার পতনের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন