বাসাবাড়ি-সড়কে কাটছে না ডাকাতি আতঙ্ক এলাকাভিত্তিক রাতভর পাহারা

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে ডাকাতদল বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও মানুষের বাড়িতে ঢুকে মালপত্র লুট করছে তারা। বিভিন্ন সড়কেও ডাকাতচক্রের সদস্যদের পাশাপাশি ছিনতাইকারীচক্র বেপরোয়া হয়ে উঠছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার থেকে দেশে শুরু হয় ব্যাপক নৈরাজ্য।

ডাকাতির পাশাপাশি লুটপাট, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসহ মানুষের বাসাবাড়িতে হামলা চালিয়ে করা হয় অগ্নিসংযোগ। সেই থেকে রাজধানীসহ সারা দেশে চলতে থাকে ব্যাপক ডাকাতি, ছিনতাই, চুরিসহ নানা অপরাধমূলক কাজ।

 

ভুক্তভোগী এলাকাগুলোর বেশির ভাগ মানুষ জানায়, সবচেয়ে বেশি ডাকাতি ও লুটপাট চলছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসায়। যারা ডাকাতি করছে তাদের বেশির ভাগ টোকাই এবং উঠতি তরুণ।

 

এই পরিস্থিতিতে এলাকাভিত্তিক পাহারা বসিয়ে রাতভর চলছে ডাকাত প্রতিহতের চেষ্টা। এসব ঘটনার তথ্য, ছবি ও ভিডিও তুলে ধরে রাজাধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছে। তারা ডাকাত প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে সেনাবাহিনী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানায়।

জানা গেছে, দেশে উদ্ভূত পরিস্থিতিতে কর্মবিরতিতে যাওয়ার পর ঢাকা মহানগর  পুলিশের (ডিএমপি) সব থানাই ছিল পুলিশবিহীন।

 

এই সুযোগে রাজধানীর কিছু এলাকায় মঙ্গলবার রাত থেকে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তিন দিন ধরে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, কালশী, ইসিবি চত্বর, ঘাটার চর, বালুর চর, বছিলা, বাড্ডা ও ধানমণ্ডি এলাকায় ডাকাতির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে এলাকাবাসী। তারা বলছে, থানা-পুলিশের কার্যক্রম শুরু করা এখন জরুরি। অন্যথায় জনমনে যে আতঙ্ক সেটা কাটবে না।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন