ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞা সমর্থন করেন না কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মার্কিন মিত্র ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা সমর্থন করেন না বলে জানিয়েছেন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিল গর্ডন। গত বৃহস্পতিবার গর্ডন এ কথা জানান। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামার পর গাজা যুদ্ধ নীতি নিয়ে প্রথমবারের মতো কমলার এমন সিদ্ধান্ত জানা গেল।

প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর গত বুধবার প্রথমবারের মতো একটি সমাবেশে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে মতবিনিময়ের সময় মার্কিন নীতির পরিবর্তন নিয়ে চাপের মুখে পড়েন কমলা।

 

মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে এই সমাবেশের পর গাজা যুদ্ধের বিরোধিতাকারী গোষ্ঠীগুলোর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এ সময় কমলাকে ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করার অনুরোধ জানান তারা।

গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) ফিল গর্ডন বলেন, ‘কমলা হ্যারিস ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা সমর্থন করেন না। ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন যে ইরান ও ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার বিষয়টি তিনি সব সময় নিশ্চিত করবেন।

 

১০ সেপ্টেম্বরই বিতর্ক

আগামী ১০ সেপ্টেম্বর এবিসি নিউজ চ্যানেলেই ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। এবিসি নিউজ এ কথা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো প্রেসিডেনশিয়াল বিতর্কে মুখোমুখি হতে চলেছেন কমলা ও ট্রাম্প। এটি ছাড়াও নির্বাচনের আগে আরো দুটি বিতর্ক করার ইচ্ছা পোষণ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন