সৈয়দ নাজমুল হাসান, ঢাকা |
ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
আজ রবিবার (১১ আগস্ট) রাজধানী ঢাকার মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
গুলিবিদ্ধ তিনজন হলেন- ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড শফিউল্লাহ, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহ।
আহত পাঁচজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসলামী ব্যাংকের কর্মীরা আন্দোলন করছিলেন। এ সময় তাদের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে উপস্থিত কর্মকর্তারা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গোলাগুলির ঘটনার পর ব্যাংকটির সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
সেখানে হামলাকারীদের বিরুদ্ধে ১২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হামলাকারীদের আইনের আওতায় আনবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা দাবি করেন, এস আলম গ্রুপের লোকজন পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা ও গুলি চালায়। অবিলম্বে ব্যাংকের অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিচার চেয়েছেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা।
এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংক খোলার প্রথম দিনেই গত মঙ্গলবার বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে অস্থিরতা শুরু হয়। ব্যাংকটিতে আবারও জামায়াতে ইসলামীর নিয়ন্ত্রণে আসার প্রক্রিয়া শুরু হয়।
ওই দিন রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু কর্নার ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ কিছু কর্মকর্তা। পাশাপাশি মানবসম্পদ বিভাগের কয়েকজন কর্মকর্তাকে মারধরও করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন