বিচ্ছেদের ঘোষণা করা অভিষেকের ভিডিও ভাইরাল

বেশ কিছুদিন ধরেই বচ্চন পরিবারে ভাঙনের সুর বাজছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে বিচ্ছেদের গুঞ্জন। বলিউডের প্রভাবশালী দম্পতি অভিষেক বচ্চন ও এশ্বরিয়া রাই বচ্চন আর এক ছাদের তলায় নেই, এমন গুঞ্জনে মুখরিত বলিউড। তবে গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে প্রায়ই জনসম্মুখে একসঙ্গে আসেন এই জুটি।

তবু তাদের সংসাদের স্থায়িত্ব নিয়ে নিয়মিত উঠছে প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তরে নিজেদের সম্পর্কের বিষয়ে জট খোলেননি কেউই।

 

তবে এবার ভক্ত অনুরাগীরা বেশ চমকেই গেছে বলা যায়। সম্প্রতি অভিষেক বচ্চন নিজের মুখেই ঘোষণা দিয়েছেন দাম্পত্য জীবনের ইতি টানার।

হ্যাঁ, এমনই একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে অভিষেককে বিবাহ-বিচ্ছেদের বিষয়ে মুখ খুলতে দেখা গেছে। ভিডিওতে জুনিয়র বচ্চনকে কালো টি-শার্টে দেখা গেছে। মুখে তাঁর কাঁচা-পাকা ফ্রেঞ্চকাট দাড়ি।

 

ভিডিওতে অভিষেক বচ্চনকে বলতে শোনা যায়, ‘গত জুলাইতেই আমি আর ঐশ্বর্য বিবাহ-বিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। বিগত কয়েক বছর আমাদের একসঙ্গে বিশেষ ভালো কাটেনি। তাই আমরা শেষপর্যন্ত আলাদা হওয়ার পথেই হাঁটছি। এখন প্রশ্ন আমাদের মেয়ে আরাধ্যার…। ’ 

ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এই ভিডিও।

এখন প্রশ্ন সত্যিই কি অভিষেক এই কথাগুলি বলেছেন? নেটিজেন ও অনুরাগীদের অনুমান, ভিডিওটি ‘ডিপফেক ভিডিও’। এআই প্রযুক্তির মাধ্যমে এই ভিডিওটি তৈরি করা হয়েছে বলেই অনুমান করছেন অনুরাগীরা। ভিডিওটি একটি ফ্যান পেজ থেকে পোস্ট করা হয়েছে যেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভিডিওটি সত্য নাকি বানানো তা আমার জানা নেই। এখন পর্যন্ত এমন নানান গুজব রটেছে। তবে এ বিষয়ে তাদের (ঐশ্বরিয়া বা অভিষেক) কেউই মুখ খোলেননি।’

 

২০০৭ সালের এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০১১ সালে জন্ম হয় তাদের মেয়ে আরাধ্যা বচ্চনের। ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদ, বচ্চন পরিবারের অশান্তির খবর গত বছর থেকে জোরালো হয়। বিচ্ছেদ প্রসঙ্গে প্রতিনিয়ত খবরের শিরোনাম হচ্ছেন এই জুটি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন