আদানির আর্থিক কারচুপিতে শেয়ারবাজার প্রধান জড়িত

ভারতের শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের (সেবি) চেয়ারপারসন মাধবী পুরী বুচ ও তাঁর স্বামী ধবল বুচের বিরুদ্ধে আর্থিক কারচুপির অভিযোগ তুলেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ। এর আগে আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারের দাম নিয়ে কারচুপির অভিযোগ তুলেছিল সংস্থাটি।

হিন্ডেনবার্গের দাবি, ভারতীয় ধনকুবের গৌতম আদানি যে সংস্থার বিরুদ্ধে আর্থিক কারচুপির অভিযোগ ছিল, সেই অফশোর সংস্থায় গোপন অংশীদারি ছিল সেবির চেয়ারপারসন ও তাঁর স্বামীর। প্রতিবেদনে বলা হয়েছে, বারমুডা ও মরিশাস ফান্ডে অংশীদারি ছিল মাধবীর।

 

গৌতম আদানির ভাই বিনোদ আদানির অফশোর সংস্থায় অংশীদারি রয়েছে মাধবী ও তাঁর স্বামীর। দুই ফান্ডের মাধ্যমে আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করা হয়েছিল। হিন্ডেনবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে সেবিতে যোগ দেন মাধবী। যোগ দেওয়ার কয়েক সপ্তাহ আগে স্বামী ধবলের নামে বিনিয়োগ হস্তান্তর করেন মাধবী।

 

২০১৮ সালে বিনিয়োগ থেকে টাকা তুলে নেন মাধবী। ২০২০ সালের মার্চে সেবির চেয়ারপারসন নিযুক্ত হন তিনি। এরপরই ব্ল্যাকস্টোন নামের একটি সংস্থায় উপদেষ্টা হিসেবে যোগ দেন মাধবীর স্বামী। পরে জমি ও আবাসন খাতে বিনিয়োগ শুরু করে ব্ল্যাকস্টোন।

হিন্ডেনবার্গের এই প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যা দিয়েছেন মাধবী ও তাঁর স্বামী ধবল। আদানি গোষ্ঠীও এসব অভিযোগ খারিজ করে দিয়েছে।প্রধান বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র বিষয়টির সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন