সাত শতাধিক অভিবাসী ছোট নৌকায় করে চ্যানেল পাড়ি দিয়ে রবিবার ব্রিটেনে প্রবেশ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সোমবার প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যান অনুসারে, প্রায় ৭০৩ জন রবিবার ১১টি নৌকায় করে দেশটিতে পৌঁছেছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ক্ষমতায় আসার পর এক দিনে সর্বাধিকসংখ্যক অভিবাসী প্রবেশের ঘটনা এটি। তিনি মানবপাচারকারীদের দমনের অঙ্গীকার করেছিলেন।
এর আগে ফরাসি কর্তৃপক্ষ জানায়, পারাপারের চেষ্টাকারী দুই অভিবাসীর মৃত্যু হয়েছে। এতে বছরের শুরু থেকে বিপজ্জনক সমুদ্রযাত্রায় প্রাণ হারানোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।
জুলাই মাসে ব্রিটেনের জাতীয় নির্বাচনে ছোট নৌকার আগমন বন্ধ করা একটি গুরুত্বপূর্ণ ইস্যু। ক্ষমতা গ্রহণের কয়েক দিনের মধ্যে স্টারমার অভিবাসীদের রুয়ান্ডায় নির্বাসনের জন্য বিতর্কিত পরিকল্পনা বাতিল করে দেন।
পরিকল্পনাটি ছিল গত কনজারভেটিভ সরকারের একটি প্রধান নীতি। এর পরিবর্তে স্টারমার প্রতিশ্রুতি দিয়েছেন, অভিবাসীদের সীমান্ত পার করার জন্য যারা চোরাচালান গ্যাং সংগঠিত করে এবং অভিবাসীদের কাছ থেকে হাজার হাজার ইউরো নিয়ে থাকে, তাদেরকে নির্মূল করবেন।
এ ছাড়া স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ অবৈধ অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি মোকাবেলায় সহযোগিতা শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন