ভাবতে অবাক লাগে এদের মূল উদ্দেশ্য কি?
এরা কি চায়?
মৌলবাদী ইসলামের নাম বিক্রয়কারী কতিপয় গুন্ডাদের বলতে চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ কে অশান্ত করবে না। হিন্দু বৌদ্ধদের বাড়িঘরে আর একটি হামলাও করবে না।
"সর্বোপরি জাতির পিতার ভাস্কর্য স্থাপন এর বিরুদ্ধে কথা বলে যে ধৃষ্টতা দেখানো হয়েছে তার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।"
আর একটা জিনিস মাথায় রাখবে বাংলাদেশের প্রতিষ্ঠাতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আর বাংলাদেশর জন্ম না হলে তোমাদের মত কতিপয় মৌলবাদীরা গুন্ডামি করে কথা বলার ও সুযোগ হত না।
যার কারণে এই বাংলাদেশ পেয়েছ তাকে নিয়ে বেয়াদবি করো না, বাংলার জনগন তা কখনো মেনে নেবে না।
মনে রাখবে, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, এ দুটি একই সূত্রে গাঁথা।
আশা করব অতিশীঘ্রই এ বিষয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবে।"
লেখক, শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)। লেখাটি তার ফেসবুক টাইমলাইনে থেকে সংগ্রহীত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন