হাকিকুল ইসলাম খোকন ,,
আর তিনমাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে । ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। তাঁর পরিবর্তে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বেছে নিয়েছে ডেমোক্র্যাটরা। প্রতিপক্ষ প্রাক্তন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে প্রাক নির্বাচনী সমীক্ষায় তিনটি গুরুত্বপূর্ণ প্রদেশে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের থেকে চার পয়েন্ট এগিয়ে গেলেন কমলা। অথচ অতীতের সমীক্ষায় বাইডেন প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকাকালীন ওই প্রদেশগুলিতে বরাবর টক্কর দিচ্ছিলেন রিপাবলিকান নেতা ট্রাম্প। অনেক ক্ষেত্রে আবার বাইডেনের থেকে এগিয়ে ছিলেন প্রাক্তন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সেদিক থেকে হোয়াইট হাউস দখলের লড়াইয়ে কমলার জনপ্রিয়তা বৃদ্ধিকে ইতিবাচক হিসেবেই দেখছেন ডেমোক্র্যাট কর্মী-সমর্থকরা।
৫ ও ৯ আগস্টের মধ্যে উইসকনসিন, পেনসিলভেনিয়া এবং মিশিগানের ১ হাজার ৯৭৩ ভোটারদের নিয়ে প্রাক নির্বাচনী সমীক্ষা চালিয়েছিল নিউইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজ। ওই সপ্তাহেই মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে নিজের রানিং মেট হিসেবে ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। সমীক্ষা অনুযায়ী, কমলার পক্ষে গিয়েছে ৫০ শতাংশ সমর্থন। ৪৬ শতাংশ সমর্থন পেয়েছেন ট্রাম্প। অর্থাৎ, রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর থেকে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট পদপ্রার্থী কমলা। অর্থনীতি এবং অভিবাসন ইস্যু সমাধানের ক্ষেত্রে এখনও এগিয়ে রয়েছেন ট্রাম্প। গর্ভপাতের ইস্যুতে অবশ্য তাঁকে ২৪ পয়েন্ট পিছনে ফেলে দিয়েছেন কমলা। ডেমোক্র্যাটদের বিশ্বাস, এর সাহায্যেই অ্যারিজোনা এবং উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ প্রদেশে ভোটারদের মন জয় করা সম্ভব হবে। ওয়াকিবহাল মহলের মতে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উইসকনসিন, পেনসিলভেনিয়া এবং মিশিগান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন