রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি ||
মৌলভীবাজার জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বী সকল পেশার লোকদের নিয়ে এক উন্মুক্ত মতবিনিময় সভা আয়োজন করা হয়।
রবিবার (১১ আগস্ট) রাত ৯টায় মৌলভীবাজার জেলার পশ্চিমবাজার শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়ায় উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
শ্রী শুভাস দাস কালুর পরিচালনায় ও শ্রী সঞ্জিত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সেক্রেটারী মোঃ ইয়ামির আলী, জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি আলাউদ্দিন শাহ, পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা সেক্রেটারী মহিম দে মধু, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ তারেকুল হামিদ, পৌরআমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, সদর উপজেলা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, পৌরসভা সেক্রেটারী মোরশেদ আহমদ চৌধুরী, সহকারী সেক্রেটারী ইকবাল আহমদ চৌধুরী পশ্চিম বাজার কমিটির সেক্রেটারি সৈয়দ মহিউদ্দীন আহমদ চৌধুরী শাহীন ।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন বক্তব্য রাখেন প্রাচীন ব্যবসা প্রতিষ্ঠান ঘড়োয়া বিপণী স্বত্বাধিকারী প্রাণ গোপাল রায়, জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট নিত্য গোপাল ভূস্বামী ও শ্রী শ্যমল কান্তি দাস।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী বলেন, আমি লক্ষ্য করেছি আপনারা সবাই মন খোলে কথা বলেছেন, আপনাদের কথা বলার ধরন দেখে বুঝেছি আন্তরিকতার কোন শেষ নেই। আমরা বিশ্বাস করি অন্যান্য ধর্মালম্বীদের জন্য ইসলাম ধর্ম তাদের শতভাগ অধিকার নিশ্চিত করেছে। আমাদের দেশে যে অপকর্মগুলো হয়েছে, এই অপকর্মের সাথে যারা সম্পৃক্ত সংশ্লিষ্ট তারা আসলে কোন রাজনৈতিক দলের পরিচয় বহন করতে পারে না। দুষ্কৃতিকারী যারা আছে তারা যেই হোক তাদের পরিচয় তারা সমাজের শত্রু, জাতির শত্রু । আমি আশাবাদ ব্যক্ত করব মৌলভীবাজার জেলায় যদি এই ধরনের কোন ঘটনা চোখে ধরা পড়ে তাহলে সাহস করে আটক করবেন, প্রশাসনের সহযোগিতা নিবেন, প্রয়োজনে আমাদের ডাকবেন। আমরা কথা দিচ্ছি, সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন