১১ গুণ দামে বিক্রি চার্লসের ছবির নোট

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি সংবলিত মোট ৭৮ হাজার ৪৩০ পাউন্ড মূল্যমানের বেশ কিছু ব্যাংক নোট নিলামে ১১ গুণ বেশি দামে বিক্রি হয়েছে। চার্লসের মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর প্রায় দুই বছর পর চলতি বছরের জুনে ৫, ১০, ২০ ও ৫০ পাউন্ডের ওই সব ব্যাংক নোট বাজারে এসেছে।

রানির ছবিঅলা পাউন্ড স্টার্লিংয়ের নোটের নকশায় শুধু রাজা তৃতীয় চার্লসের ছবি যুক্ত করা ছাড়া আর কোনো পরিবর্তন আনা হয়নি। নতুন বাজারে ছাড়া নোটের শুরুর দিকের সিরিয়াল নম্বরগুলোর নিলামে চড়া দাম ওঠে।

 

১০ পাউন্ড মূল্যমানের এইচবি ০১০০০০০২ নম্বরের নোটটি বিক্রি হয়েছে সর্বোচ্চ দাম ১৭ হাজার পাউন্ডে। এ ছাড়া এক পাতায় ছাপা হওয়া (কাটার আগে) ধারাবাহিক নম্বরের ৫০ পাউন্ডের ৪০টি নোট ২৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। নোটগুলোর গায়ের ছাপা দাম মাত্র ২০০০ পাউন্ড। এটি ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইংল্যান্ডের’ কোনো নিলামে সর্বোচ্চ দামের রেকর্ড।

নিলাম কম্পানি স্পিংক জানিয়েছে, তারা ৭৮ হাজার ৪৩০ পাউন্ড মূল্যের ব্যাংক নোট মোট ৯ লাখ ১৪ হাজার ১২৭ পাউন্ডে বিক্রি করেছে।

 

ব্যাংক নোট সংগ্রাহকরা ০০০০০১ সিরিয়ালের কাছাকাছি নোটের ব্যাপারে আগ্রহ দেখান বেশি। গত জুন মাসে নোটগুলো বাজারে আসার পর ডাকঘর থেকেও সংগ্রাহকরা নোট সংগ্রহ করেছেন। ১৯৬০ সাল থেকে ব্যাংক অব ইংল্যান্ড রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি সংবলিত কাগজি মুদ্রা বাজারে ছেড়ে আসছিল।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন