রাষ্ট্রদ্রোহের অভিযোগে মার্কিন-রুশ নাগরিকের ১২ বছরের জেল

রাষ্ট্রদ্রোহের অভিযোগে ক্সেনিয়া কারেলিনা (৩২) নামের এক নারীকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। ইউক্রেন পন্থী এক দাতব্য সংস্থায় ৫০ ডলারের সামান্য বেশি অনুদান দেওয়ায় তাকে এ শাস্তির নির্দেশ দিয়েছে আদালত। এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী কারেলিনা পেশায় একজন ব্যালে নৃত্যশিল্পী ও স্পা কর্মী।

জানুয়ারির শেষের দিকে পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরে পুলিশ হাতে আটক হন তিনি।

 

ইয়েকাতেরিনবার্গের সেভারডলভস্ক আঞ্চলিক আদালত এক বিবৃতিতে জানিয়েছে, আদালত ক্সেনিয়া কারেলিনাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত এবং ১২ বছরের সাধারণ কারাদণ্ডে দণ্ডিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে,ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ সামরিক আক্রমণ শুরুর পরপরই তিনি নিউইয়র্ক-ভিত্তিক দাতব্য সংস্থা ‘র‌্যাজম ফর ইউক্রেন’এ ৫১.৮০ ডলার অনুদান দিয়েছিলেন।

রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি অভিযোগ করেছে, তার সংগ্রহ করা অর্থ ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য চিকিৎসা সরঞ্জাম, অস্ত্র ও গোলাবারুদ কেনার কাজে ব্যবহৃত হয়েছে।

 

গণমাধ্যমের তথ্য মতে, কারেলিনা গত সপ্তাহের শুনানিতে এই অভিযোগে দোষ স্বীকার করেন। অপরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র মস্কোর বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা তাদের নাগরিকদের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে। রাশিয়া বিদেশে দোষী সাব্যস্ত তার নাগরিকদের মুক্তির বিনিময় হিসেবে অভিযুক্তদের ব্যবহার করে। 

এএফপির তথ্য অনুসারে, এ রায় ঘোষণার দুই সপ্তাহ আগে মার্কিন সাংবাদিক ইভান গার্সকোভিচ, প্রাক্তন মার্কিন মেরিন পল হুইলানসহ ১৪ জনকে মুক্তি দেয় রাশিয়া।

কোল্ড ওয়ার শুরুর পর এটি ছিল পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সবচেয়ে বড় বন্দি বিনিময়।

 

এর আগে গতকাল বুধবার মস্কোতে একজন রাশিয়ান আইন প্রয়োগকারী কর্মকর্তার প্রতি সহিংসতার অভিযোগে একজন আমেরিকান ব্যক্তিকে ১৫ দিনের হেফাজতে সাজা দেওয়া হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন