যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন কোচ

কোপা আমেরিকার গ্রুপ পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র বাদ পড়লে বরখাস্ত হন কোচ গ্রেগ বারহাল্টার। জুলাইয়ের পর থেকেই তাই যুক্তরাষ্ট্রের প্রধান কোচের পদ খালি। সেই খালি পদ এবার পূরণ করতে যাচ্ছেন মরিসিও পচেত্তিনো।

প্রথমবারের মতো কোনো জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন পচেত্তিনো।

কোচ হওয়ার বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক ও ইএসপিএন। আগামী ৭ সেপ্টেম্বর কানাডার বিপক্ষে প্রীতি ম্যাচে তার যুক্তরাষ্ট্র অধ্যায় শুরু হতে পারে।

 

এখন পর্যন্ত কোনো পক্ষই যেহেতু আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কমপক্ষে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করবেন পচেত্তিনো।

ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় যুক্তরাষ্ট্র চাইবে দীর্ঘ সময়ের জন্য আর্জেন্টাইন কোচকে পেতে।

 

গত মে মাস থেকে বেকার আছেন পচেত্তিনো। চেলসির সঙ্গে ২ বছরের চুক্তি করে সবশেষ মৌসুমে আশানুরুপ সাফল্য না পাওয়ায় উভয় পক্ষ সমঝোতার মাধ্যেমে সম্পর্কের ইতি টেনেছেন। চেলসির হয়ে দায়িত্ব নেওয়ার আগে আরো বেশকিছ বড় দলের ডাগআউট সামলিয়েছেন ৫২ বছর বয়সী কোচ।

 

 

তবে টটেনহামের ৫ বছর ছাড়া আর কোথাও নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে পারেননি তিনি। তার ক্যারিয়ারে বড় অর্জন বলতে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছিলেন টটেনহামকে। ২০০৯ সালে এস্প্যানিওলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। পরে সাউদাম্পটন ও পিএসজিরও কোচের দায়িত্বে ছিলেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন