আবার ক্লাব ফুটবলের রোমাঞ্চ

আবার শুরু ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ। দলবদলের বাজার থেকে পছন্দের সওদা করে নিজেদের গুছিয়ে নিয়েছে ক্লাবগুলো। নতুন মৌসুমে নতুন স্বপ্ন বুকে লালন করে মাঠে নামছে ইউরোপিয়ান জায়ান্টরা। খেলোয়াড় যোগ-বিয়োগের পাশাপাশি এবারের মৌসুমে থাকছে কিছু নতুন প্রযুক্তির ছোঁয়াও।

 

সেমি অটোমেটেড প্রযুক্তির সংযোজন ঘটিয়ে আগামীকাল থেকে শুরু হবে সবচেয়ে আকর্ষণীয় ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইংলিশ প্রিমিয়ার লিগ। লা লিগা রোমাঞ্চ উপভোগ করা যাবে অবশ্য আজ রাত থেকেই। কিলিয়ান এমবাপ্পে যোগ দেওয়ায় জৌলুসও বেড়েছে স্প্যানিশ লিগের। শনিবার থেকে ইতালিয়ান লিগ আর ফ্রেঞ্চ লিগ ওয়ানের মৌসুম শুরুর বাঁশি বাজবে আগামীকাল শুক্রবার।

জার্মান বুন্দেসলিগার আকর্ষণ আর এক সপ্তাহ পর।

 

প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগে চলছে ম্যানচেস্টার সিটির রাজত্ব। সর্বশেষ সাত  মৌসুমে ছয়বারই শিরোপা ঘরে তুলেছে পেপ গার্দিওলার দল। গত  মৌসুমে টানা চতুর্থ শিরোপা জিতে সিটিজেনরা অনন্য ইতিহাস রচনা করে।

 

এবার টানা পাঁচের মিশনে নামছে তারা। আগামীকাল মাঠের লড়াই শুরু হলেও ম্যানসিটির প্রথম পরীক্ষা ১৮ আগস্ট, চেলসির বিপক্ষে। ম্যানচেস্টার ইউনাইটেড ও ফুলহামের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৪-২৫ মৌসুম। গত দুই মৌসুমে ম্যানসিটির পেছনে থেকে লিগ শেষ করেছে আর্সেনাল। এবার শিরোপা পুনরুদ্ধারে মনোযোগ গানারদের।

ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো কালাফিওকে দলে টেনে শক্তি বাড়িয়েছে তারা।

 

একনজরে

* আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। প্রথম দিনে মুখোমুখি ম্যানইউ ও ফুলহ্যাম।

* লেস্টার সিটি, সাউদাম্পটন ও ইপসউইচ টাউন এবার মর্যাদার এই লিগে ফিরেছে।

* এবারই প্রথম দেখা যাবে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি।

লা লিগা

লা লিগা মানেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার রাজত্ব। সর্বশেষ দুই মৌসুমের শিরোপা ভাগাভাগি করেছে তারাই। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবার শক্তি বাড়িয়েছে কিলিয়ান এমবাপ্পেকে দলে ভিড়িয়ে। তার সঙ্গে যোগ হয়েছেন ব্রাজিলিয়ান তরুণ এনদ্রিকও। ১৯ আগস্ট মায়োর্কার বিপক্ষে মিশন শুরু করবে রিয়াল। এবার শিরোপা পুনরুদ্ধারে নামবে বার্সেলোনা। নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে ঘুরে দাঁড়ানোর আশা বার্সেলোনার। লামিন ইয়ামাল, রবার্ত লেভানদোস্কিদের সঙ্গে এবার যোগ হয়েছেন দানি ওলমো। ইউরোতে স্পেনের হয়ে দুর্দান্ত খেলা এই ফুটবলার নিশ্চিতভাবেই শক্তি বাড়াচ্ছেন কাতালানদের। বার্সার সঙ্গে লড়াইয়ে থাকবে আতলেতিকো মাদ্রিদও।

একনজরে

* আতলেতিক বিলবাও ও গেতাফের ম্যাচ দিয়ে আজ রাতে শুরু হচ্ছে মাঠের লড়াই।

* এমবাপ্পে এখন লিগের সবচেয়ে বড় তারকা। রিয়ালে  খেলার স্বপ্ন পূরণ হচ্ছে তার।

* লা লিগায়ও ফিরেছে তিনটি ক্লাব—লেগানেস, রিয়াল ভায়েদোলিদ ও এস্পানিওল।

বুন্দেসলিগা

বায়ার্ন মিউনিখের রাজত্বে হানা দিয়ে গতবার জার্মান ফুটবলের সেরার মুকুট পায় বায়ের লেভারকুসেন। জাবি আলনসোর অধীনে মৌসুমজুড়ে দুর্দান্ত ফুটবল খেলে অপরাজিত শিরোপা জিতে নেয় দলটি। এবার তাদের সামনে শিরোপা ধরে রাখার মিশন। দলটির ডাগ আউটে থাকছেন জাদুর ছোঁয়ায় বদলে দেওয়া আলনসোই। নতুন কোচ ভিনসেন্ট কম্পানির অধীনে রাজত্ব ফিরে পাওয়ার চ্যালেঞ্জ বায়ার্নের সামনে। গত মৌসুমে শিরোপা ছাড়া কাটাতে হয়েছে ক্লাবটিকে। এবার সব শিরোপায় চোখ বাভারিয়ানদের। শিরোপার খোঁজে বায়ার্নে পাড়ি জমানো হ্যারি কেইন এবার অপেক্ষা ফুরাতে চান। বায়ার্নের সঙ্গে শিরোপা লড়াইয়ে থাকছে বরুশিয়া ডর্টমুন্ডও।

একনজরে

* ২৩ আগস্ট রাতে শুরু হচ্ছে লিগ। প্রথম দিনেই মাঠে নামছে  লেভারকুসেন।

* ফুলহাম থেকে মিডফিল্ডার জোয়াও পাওলিনহোকে দলে নিয়েছে বায়ার্ন ।

* ১৮ দলের লিগে এবার প্রমোশন পেয়েছে এফসি পাওলি ও হোলস্টেইন কিয়েল।

সিরি ‘এ’

ইতালিয়ান লিগে গত কয়েক মৌসুমে একক আধিপত্য দেখাতে পারেনি কোনো দল। তিন বছরের ব্যবধানে ইন্টার মিলান দুইবার শিরোপা জিতেছে। ট্রফি উঁচিয়ে ধরেছে এসি মিলান ও নাপোলিও। এবার বর্তমান চ্যাম্পিয়ন হয়ে খেলবে ইন্টার। দলের সেরা তারকা আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ক্লাবটি। ২০২৯ সাল পর্যন্ত ইন্টারেই থাকছেন তিনি। এ ছাড়া পোর্তো থেকে ইরানের ফরোয়ার্ড মেহদি তারেমি তাদের নতুন সংযোজন। একসময় রাজত্ব করা এসি মিলান ২০২১-২২ মৌসুমে মুকুট ফিরে পেলেও পরের দুই মৌসুমে পুরনো গল্প উপহার দিয়েছে। আতলেতিকো মাদ্রিদ থেকে এবার তারা দলে নিয়েছে আলভারো মোরাতাকে।

একনজরে

* ১৭ আগস্ট ইন্টার ও জেনোয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নতুন  মৌসুম।

* ২১ বছর পর লিগে ফিরেছে কোমো। এ ছাড়া পারমা ও ভেনেজিয়াও ফিরেছে।

* অ্যাস্টন ভিলা থেকে জুভেন্টাসে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার দগলাস লুইস।

লিগ ওয়ান

লিওনেল মেসি ও নেইমারের পর লিগ ওয়ানের পাট চুকিয়ে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পেও। পিএসজি ছেড়ে ফরাসি ফরোয়ার্ড এখন রিয়াল মাদ্রিদের। এর পরও ফ্রেঞ্চ লিগ ওয়ানের ফেভারিট পিএসজি। কাতারের বিনিয়োগ আসার পর গত ১২ বছরে পিএসজি শিরোপা জিতেছে ১০ বার। ধারে ও ভারে নতুন মৌসুমেও পিএসজিকে চ্যালেঞ্জ জানানোর তেমন কেউ নেই। এমবাপ্পে না থাকলেও গনসালো রামোস, মার্কো আসেনসিও, উসমান দেম্বেলেরা পিএসজির ভরসার প্রতীক। আগামীকাল লে হার্ভের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে লুই এনরিকের দল। গত মৌসুমে রানার্স আপ হওয়া মোনাকো এবার চ্যালেঞ্জ জানাতে চায় পিএসজিকে।

একনজরে

* আগামীকাল রাতে শুরু হচ্ছে লিগ। প্রথম দিনেই মাঠে নামছে চ্যাম্পিয়ন পিএসজি।

* ম্যানইউ থেকে ইংলিশ ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডকে দলে টেনেছে মার্শেই।

* লিগ ওয়ানে প্রমোশন পেয়েছে তিনটি ক্লাব—উসে, অঁজি ও সেন্ত এতিয়েঁ।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন