নিজস্ব প্রতিবেদক ,,
ছাত্র-জনতার আন্দোলনে সিলেটে নিহতদের পরিবারের খোঁজ-খবর নিতে বাড়ি বাড়ি যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের সমন্বয়করা।
জানা গেছে, আজ শুক্রবার (১৬ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সিলেটের প্রধান সমন্বয়ক শাবিছাত্র আসাদুল্লাহ আল-গালিবসহ কয়েকজন সমন্বয়ক আন্দোলন চলাকালে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসায় যান। পরে তারা নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের গৌরীপুরের আরেক নিহত মোস্তাক আহমদের বাসায় যান। এসময় তারা তাদের পরিবারের সঙ্গে কথা বলেন।
এদিকে বাদ জুমা হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে ছাত্র-জনতাসহ সকল নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সিলেটের প্রধান সমন্বয়ক শাবিছাত্র আসাদুল্লাহ আল-গালিব বলেন, আমাদের আন্দোলনে সকল শহীদদের স্মরণে আজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমার সকল শহীদদের বাড়িতে যাচ্ছি। তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন