অভিনয়ের পাশাপাশি বেশ কিছুদিন হলো ব্যবসায়ে নাম লিখিয়েছেন চলচ্চিত্র তারকা শাকিব খান। হয়েছেন প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচিালক। এরই মধ্যে প্রতিষ্ঠানটি নানা উদ্যোগ নিয়েছে। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)-এর ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে প্রতিষ্ঠানটি।
দল কেনার মাধ্যমে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এ টুর্নামেন্টে যুক্ত হচ্ছেন তিনি। আজ শুক্রবার সকালে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর থেকে শাকিব খানের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে শাকিবের বিপিএলে যুক্ত হওয়ার খবরটি পোস্ট করতে থাকেন। তাদের ভাষ্য, দীর্ঘদিনের ইচ্ছা ছিল শাকিব খানের মালিকানায় বিপিএলে একটি দল থাকুক।
এতে করে শাকিবের ব্যাবসায়িক যেমন উন্নতি হবে, তেমনি সিনেমার সঙ্গে ক্রিকেটের যোগসূত্র ঘটবে।
শাকিবের কম্পানির পক্ষে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। জানা গেছে, ইতোমধ্যে সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সর্বশেষ বিপিএলে দুর্দান্ত ঢাকার মালিকানা ছিল নিউটেক্স গ্রুপের কাছে।
তাদের অধীনে দুর্দান্ত ঢাকা নামে সর্বশেষ বিপিএলে খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি। নিউটেক্স গ্রুপ মালিকানা পায় রুপা গ্রুপের কাছ থেকে। রুপা গ্রুপের অধীনে দলের নাম ছিল ঢাকা ডমিনেটরস। বিভিন্ন সময়ে বিভিন্ন নামে হাজির হয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি। এই ফ্র্যাঞ্চাইজিটি কিনেছে শাকিবের প্রতিষ্ঠান।
এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটরস, ঢাকা ডায়নামাইটস, ঢাকা প্লাটুন, মিনিস্টার ঢাকা ও সর্বশেষ ঢাকা ডমিনেটরস। এবারও নাম বদল হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
জানা যায়, চলতি বছরের শেষ দিকে আসন্ন বিপিএল মাঠে গড়াতে পারে। তার আগে সেপ্টেম্বরে হতে পারে প্লেয়ার্স ড্রাফট।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন