দক্ষিণের তারকারাই হলেন সেরা

ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ (১৬ আগস্ট) শুক্রবার দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কারজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় এগিয়ে রয়েছে দক্ষিণ ভারতের সিনেমা। অভিনয়শিল্পীদের মধ্যেও দেখা গেল দক্ষিণের তারকারাই হলেন সেরা।

আজ বেলা দেড়টায় দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। সেখানে জানানো হয় সেরা ছবির পুরস্কার জিতেছে মালায়ালম ছবি ‘আত্তাম’। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দক্ষিণ ভারতের তারকা ঋষভ শেঠি, নিত্য মেনন ও মানসী পারেখরা। হিন্দি ভাষার ছবিও একেবারে আশাহত করেনি। শর্মিলা ঠাকুর ও মনোজ বাজপেয়ী অভিনীত ২০২৩ সালের ‘গুলমোহর’ সেরা হিন্দি ছবির পুরস্কার জিতেছে।

 

দেশটির ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতে কন্নড় অভিনেতা ঋষভ শেঠি আবারও নিজেকে প্রমাণ করলেন। ‘কানতারা’ ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার জিতেছেন তিনি। নিত্য মেনন ও মানসী পারেখ যৌথভাবে পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। নিত্য জিতেছেন ‘তিরুচিত্রাবলাম’-এর জন্য আর মানসী ‘কচ এক্সপ্রেস’-এর জন্য। ‘উঁচাই’-এর জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন সুরজ বরজাত্য।

দক্ষিণের তারকারাই হলেন সেরাআত্তম ছবির পোস্টার

 

এক নজরে উল্লেখযোগ্য পুরস্কার: 
সেরা ছবি: আত্তম (মালায়ালম)
সেরা বিনোদনমূলক ছবি: কানতারা (কর্ণাটকি)
সেরা হিন্দি ছবি: গুলমোহর
সেরা বাংলা ছবি: কাবেরী অন্তর্ধান (পরিচালক: কৌশিক গঙ্গোপাধ্যায়)
সেরা পরিচালক: সুরজ আর বারজাতিয়া (সিনেমা: উঁচাই)
সেরা নবাগত পরিচালক: প্রমোদ কুমার (ফৌজা)

সেরা অভিনেতা: ঋষভ শেঠি (কানতারা)
সেরা সহ-অভিনেতা: পবন রাজ মালহোত্রা (ফৌজা)
সেরা অভিনেত্রী: নিত্য মেনন (তামিল ছবি তিরুচিত্রমবলম) ও মানসী পারেখ (গুজরাটি ছবি: কচ এক্সপ্রেস)
সেরা সহ-অভিনেত্রী: নীনা গুপ্ত (ছবি: উঁচাই)

দক্ষিণের তারকারাই হলেন সেরাকানতারা ছবির ট্রেলার

 

 

সেরা সম্পাদনা: আত্তম
সেরা সংগীত পরিচালক: প্রীতম (ব্রহ্মাস্ত্র)
সেরা পার্শ্ব গায়ক: অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র)
সেরা পার্শ্ব গায়িকা: বম্বে জয়শ্রী (সৌদি ভেল্লাক্কা)

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন