২০ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারন সম্পাদক এস এম শাহাদাত ১৭ নভেম্বর মেহনতির মানুষের মুক্তি সংগ্রামের মহানায়ক মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী যথায়োগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়ে বলেন, ইতিহাসের আপোষহীন নেতা মওলানা ভাসানী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রেরনা যোগায়।
সোমবার (১৬ নভেম্বর) ১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।
তারা বলেন, মওলানা ভাসানীর প্রদর্শিত পথে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে, যা নতুন বাংলাদেশ গড়তে পারবে। যা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারে।
নেতৃদ্বয় বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সাম্রাজ্যবাদ বিরোধী সকল সংগ্রামের নায়ক ছিলেন মওলানা ভাসানী। দেশ ও জাতির কল্যাণ ছাড়া তার মাথায় অন্যকিছু ছিল না। তিনি আজীবন সংগ্রাম প্রিয় মানুষ ছিলেন। তার দেশপ্রেম জাতিকে মুগ্ধ করেছিল।
তারা বলেন, দেশে গণতন্ত্র ও জনগনের অধিকার বলতে কিছু নেই। চারদিকে ভয়-ভীতি আর দুঃশাসনের মধ্যে আমাদের প্রতিটি মুহুর্ত কাটাতে হচ্ছে। জাতিকে এখান থেকে মুক্ত করতে হলে মওলানা ভাসানীর প্রদর্শিত পথে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ১৭ নভেম্বর, ২০২০ মঙ্গলবার সকাল ৯টায় মজলুম জননেতা সন্তোষের মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন