একজন চলচ্চিত্রের তারকা, অন্যজন গানের। দুজনেরই জনপ্রিয়তা ও ব্যস্ততা ঢের। এর মধ্যেই চলছে হৃদয়ের লেনাদেনা। সেটাও দীর্ঘ সাত বছর ধরে।
হ্যাঁ, আমেরিকান অভিনেত্রী ডাকোটা জনসন ও ব্রিটিশ সংগীতশিল্পী ক্রিস মার্টিনের কথা বলা হচ্ছে। গতকাল হঠাৎ খবর ছড়ায়, তাঁরা সম্পর্কে ইতি টেনেছেন। একটি সূত্রের দাবি, ‘কয়েক মাস ধরে ক্রিস ও ডাকোটা প্রবল চেষ্টা করেছেন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। দুজনেরই পরস্পরের প্রতি ভালোবাসা আছে, তবে দিনশেষে তাঁদের সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না।
তাঁরা ব্যস্ত মানুষ, দুজনের ক্যারিয়ার ভিন্ন, অগ্রাধিকার ভিন্ন। এ কারণে আলাদা হয়ে যাওয়ার পথই বেছে নিয়েছেন তাঁরা।’
ডাকোটা জনসন ও ক্রিস মার্টিন
তবে ‘ফিফটি শেডস অব গ্রে’ অভিনেত্রীর এক প্রতিনিধি জানিয়েছেন, তারকাদ্বয় এখনো একসঙ্গেই আছেন। প্রতিনিধির ভাষ্য, ‘তাঁরা সুখে-শান্তিতে একসঙ্গে আছেন।
মাঝে কিছু উত্থান-পতন গেছে, তবে এখন তাঁরা পুরোদমে সম্পর্কে আছেন এবং তাঁদের বন্ধন আরো মজবুত হচ্ছে।’
২০১৭ সাল থেকে প্রেম করছেন ডাকোটা ও ক্রিস। গুঞ্জন রয়েছে, চলতি বছরের মার্চে তাঁরা গোপনে বাগদান সেরেছেন। যদিও বিষয়টি নিয়ে তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন