গেল ঈদে মুক্তি পেয়েছিল রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমাটি। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন চলচ্চিত্র তারকা শাকিব খান। দেশের মুক্তির পর আলোচনাও হয়েছিল সিনেমাটি নিয়ে। দর্শকের পছন্দের তালিকায় ছিল সিনেমাটি।
মুক্তি পেয়েছিল দেশে বিদেশে। বলা যায়, তুফান দেশের গণ্ডি পেরিয়ে মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, ফ্রান্স, পর্তুগাল, ইউএসএ, কানাডা, ইউকে, নেদারল্যান্ডস, ইইউই, ওমান, কাতার, বাহরাইন, ভারত ও সিঙ্গাপুরে। তুফানের আন্তর্জাতিক শুভমুক্তি অগ্র যাত্রা এখনো চলমান। এবার তুফান মুক্তি পাচ্ছে মালয়েশিয়ায়।
সেন্সর জটিলতার কারণে দুইবার ডেট চেঞ্জ হওয়ার পরে আজ সেন্সর সার্টিফিকেট হাতে পায় মালয়েশিয়ান ডিস্ট্রিবিউশন কম্পানি জেটিজি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রাসেল জানিয়েছেন তুফান আসছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলা ভাষাভাষীর জন্য, দেখা হবে সবার সঙ্গে সিনেমা হলে ২৩ আগস্ট ২০২৪ থেকে পুরো মালয়েশিয়াজুড়ে তুফান ঝড় উঠবে। সবাইকে সিনেমা হলে এসে সিনেমা দেখার আমন্ত্রণ জানান তিনি।
প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিঃ এর প্রযোজনায়, রাফির পরিচালনা ছবিটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরীসহ অনেকেই।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন