বাংলাদেশ থেকে সরে আমিরাতে গেল নারী বিশ্বকাপ

নানা জল্পনার পর অবশেষে বাংলাদেশ থেকে সরে গেল ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ রাতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে আইসিসি। এখন এই টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাতে। পূর্বের সূচি অনুযায়ী, ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত হবে মেয়েদের এই বিশ্বকাপ।

 

 

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেছেন, ‘বাংলাদেশে নারী বিশ্বকাপ না হওয়াটা লজ্জাজনক। কারণ আমরা জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্মরণীয়ভাবে এই টুর্নামেন্টটি আয়োজন করত।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর থেকেই বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছিল। এর মধ্যে দেশে ক্ষমতার পালাবদলও হয়েছে।

নিরাপত্তা ইস্যুতে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলো তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। এই তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে স্কটল্যান্ড।

 

এই প্রসঙ্গ টেনে জিওফ অ্যালার্ডিস বলেন, ‘এই বিশ্বকাপ আয়োজনের জন্য বিসিবি শেষ পর্যন্ত যেভাবে চেষ্টা করে গেছে আমি সেটির জন্য তাদের ধন্যবাদ জানাতেই চাই। অংশগ্রহণকারী কয়েকটি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তাদের জন্য এটি সম্ভব ছিল না।

তবে তারা আয়োজক হিসেবেই থাকছে।’

 

এর আগে গতকাল অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি বলেছিলেন, ‘এ মুহূর্তে বাংলাদেশে একটা ক্রিকেট ইভেন্ট চলা এবং যে দেশ সত্যিই ভুগছে তাদের পুঁজি নিয়ে অন্য জায়গায় (বিশ্বকাপে) ব্যবহারের ব্যাপারটি আমার কাছে কঠিন মনে হচ্ছে। যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সহায়তায় এখন সবাইকে প্রয়োজন।’ সার্বিক পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার আইসিসির এক ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আরব আমিরাতে হলেও বিশ্বকাপের অফিশিয়াল আয়োজক হিসেবে বাংলাদেশের নামই থাকবে।

 

বিশ্বকাপ যেখানেই হোক, ১০ দলের এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতির ঘাটতি হবে না বলে জানিয়েছে নারী বিভাগের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমন। আগামী ২৪ আগস্ট থেকে ৮ দল নিয়ে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ শুরুর কথাও জানিয়েছেন তিনি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন