পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে তোশাখানা দুর্নীতি সংক্রান্ত নতুন আরেকটি মামলা করা হয়েছে। মঙ্গলবার দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) দুর্নীতিবিরোধী আদালতে এই মামলা করে।
সৌদি আরবের যুবরাজের দেওয়া স্বর্ণালংকার উপহার নিয়ে দুর্নীতির অভিযোগে ইমরান ও বুশরার বিরুদ্ধে মামলাটি করেন এনএবির দুই কর্মকর্তা মহসিন হারুন ও ওয়াকার হাসান।
মামলার নথি অনুসারে, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খান ও তার স্ত্রীকে সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের পর মামলাটি করা হয়।
দুর্নীতিবিরোধী আদালতের রেজিস্ট্রার বিভাগ মামলাটি পর্যালোচনা করে আদালতের বিচারকের কাছে সেটি পাঠাবে।
তোশাখানা মানে সরকারি কোষাগার। পাকিস্তানে বিদেশি নেতাদের কাছ থেকে পাওয়া যেকোনো উপহার সরকারি কোষাগারে জমা দিতে হয়। কিন্তু অভিযোগ উঠেছে, ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে তার প্রাপ্ত উপহারসামগ্রী তোশাখানায় জমা না দিয়ে সেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করেছেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন