ব্রাহ্মণবাড়িয়ার ‘বড় হুজুর’ মাওলানা মনিরুজ্জামান মারা গেছেন

gbn

দেশের প্রখ্যাত আলেম মাওলানা মনিরুজ্জামান সিরাজী মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। রবিবার (৯ আগস্ট) দুপুর সোয়া ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ‘ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর’ নামেও পরিচিত। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মো. আবদুল জলিল। 

মাওলানা মনিরুজ্জামান সিরাজীর ছেলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হাফেজ এমদাদুল্লাহ সিরাজী জানান, রবিবার বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে। 

মাওলানা সিরাজীর মৃত্যুতে খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের শোক প্রকাশ করেছেন। তারা বলেন, ‘মাওলানা মনিরুজ্জামান সিরাজী বাংলাদেশের আলেম সমাজের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তিনি বাতেলের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মতো একজন প্রথিতযশা আলেমের মৃত্যুতে সৃষ্ট শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়। মনিরুজ্জামান সিরাজীর রুহের মাগফিরাত কামনা করেন তারা।’

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন