নিজস্ব প্রতিবেদক ,,
সিলেট টাউন কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সাধারণ সম্পাদক মঈন উদ্দিনসহ তার সহযোগীদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে সিলেটে সমবায় ভবন দোকান মালিক ও ব্যাবসায়ী কল্যাণ সমতি।
বুধবার (২১ আগস্ট) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ সমবায় ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠন সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তারা সিলেট টাউন কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ও তার সহযোগীদের অপসারণের দাবি তুলেন।
তারা বলেন, মঈন উদ্দিন মুলত দুর্নীতিবাজ, ভূমিখেকো, মামলাবাজ ও স্বৈরাচারির দোসর হিসেবে কাজ করেছেন। তিনি ব্যবসায়ীদের বারবার হুমকি-ধামকি দেন সব সময়। তার অত্যাচারে সবাই অতিষ্ঠ। তাই বাধ্য হয়ে আমরা তার অপসারণ দাবি করছি।
জানা গেছে, সিলেট টাউন কো-অপারেটিভ সোসাইটি একটি প্রতিষ্ঠিত সমিতি। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত এ সমিতি সিলেট টাউন ব্যাংক লিমিটেড নামে সমবায় সমিতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সরকারি নিবন্ধন নিয়ে সমিতিটি দীর্ঘদিন ধরে তার কার্যক্রম অব্যাহত রেখেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন