সিলেটে টাউন কো-অপারেটিভ সোসাইটির সম্পাদকের অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক ,,

সিলেট টাউন কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সাধারণ সম্পাদক মঈন উদ্দিনসহ তার সহযোগীদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে সিলেটে সমবায় ভবন দোকান মালিক ও ব্যাবসায়ী কল্যাণ সমতি।

 

 

 

বুধবার (২১ আগস্ট) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ সমবায় ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠন সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তারা সিলেট টাউন কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ও তার সহযোগীদের অপসারণের দাবি তুলেন।

 

 

তারা বলেন, মঈন উদ্দিন মুলত দুর্নীতিবাজ, ভূমিখেকো, মামলাবাজ ও স্বৈরাচারির দোসর হিসেবে কাজ করেছেন। তিনি ব্যবসায়ীদের বারবার হুমকি-ধামকি দেন সব সময়। তার অত্যাচারে সবাই অতিষ্ঠ। তাই বাধ্য হয়ে আমরা তার অপসারণ দাবি করছি।

 

 

জানা গেছে, সিলেট টাউন কো-অপারেটিভ সোসাইটি একটি প্রতিষ্ঠিত সমিতি। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত এ সমিতি সিলেট টাউন ব্যাংক লিমিটেড নামে সমবায় সমিতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সরকারি নিবন্ধন নিয়ে সমিতিটি দীর্ঘদিন ধরে তার কার্যক্রম অব্যাহত রেখেছে। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন